Shiv Mandir: সহস্র লিঙ্গ শিব মন্দিরের কথা জানেন? কত মানুষ ছুটে যান, একবার গেলে মুগ্ধ হয়ে যাবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Shiv Mandir: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে রয়েছে এই প্রাচীন মন্দির। যা পুরনো দিনের ইতিহাসের সাক্ষী।
ঝাড়গ্রাম: ওড়িশা সংলগ্ন বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ইতিহাস। রয়েছে রাজা রাজড়াদের কাহিনী। ওড়িশা সীমানায়, এ বাংলায় রয়েছে বেশ প্রাচীন সহস্র লিঙ্গ শিবের মন্দির। আর এই মন্দিরটি ঘিরে রয়েছে অগাধ কিংবদন্তী।
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে রয়েছে এই প্রাচীন মন্দির। যা পুরনো দিনের ইতিহাসের সাক্ষী। তিরিশ ফুট উঁচু প্রাচীন মন্দিরের ভেতরে শিব লিঙ্গের অবস্থান। তবে একটি নয়। সহস্রলিঙ্গের অবস্থান। এই মন্দিরের নাম সহস্র লিঙ্গ শিব মন্দির।
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের চন্দ্ররেখা পঞ্চায়েতের সাতপৌটিয়া গ্রামে অবস্থিত এই মন্দির। মন্দিরের নামের আগে অবশ্য জুড়েছে স্বস্তিনী কথাটি। তবে কেন তা গবেষণার বিষয়। এই মন্দিরে নিত্য পূজা প্রচলিত। তবে শিবচতুর্দশীর সময় এখানে বড় মেলা বসে। বহু ভক্তসমাগম হয়। তবে সহস্রলিঙ্গ এক অত্যাশ্চর্য বিষয়। জানা যায়, আর কোথাও এমন শিবলিঙ্গ দেখতে পাওয়া যায় না। মন্দিরের ইতিহাস চর্চা করতে গেলে নাম পাওয়া রাজা চন্দ্রকেতুর। তবে এমনটাই জনশ্রুতি।
advertisement
advertisement
মন্দিরের এক কিলোমিটারের মধ্যে অবস্থিত চন্দ্রকেতু গড়। পরিখা ও মাকড়া পাথরের প্রাচীন প্রাচীর এখনও মাটির তলায় উঁকি দিচ্ছে। এলাকার মানুষের দাবি এখানেই গড় ছিল রাজা চন্দ্রকেতুর। আর সকালে উঠেই মন্দির দেখবেন বলেই পশ্চিমুখী এই মন্দির নির্মাণ করিয়েছেন। যদিও জনশ্রুতি, এই সহস্রলিঙ্গ নাকি মাটির তলায় প্রোথিত ছিল। কালাপাহাড়ও নাকি এই শিবলিঙ্গ ভাঙতে এসে তুলে ফেলতে পারেননি। যদিও এসব জনশ্রুতি। তবে মন্দির যে বেশ প্রাচীন তা নিয়ে কোনও সন্দেহ নেই।
advertisement
একটি শিবলিঙ্গের চারিদিকে খোদিত আছে সহস্র লিঙ্গ। তাই এখানে দেবাদিদেব মহাদেব সহস্র লিঙ্গ নামে পরিচিত। মনস্কামনা পূরণের জন্য প্রতিদিনই এই মন্দিরে আসেন ভক্তরা। মাকড়া পাথরে তৈরি এই মন্দির। চূড়ায় আছে বিশাল আমলক। তবে ওড়িয়া রীতিতে তৈরি এই মন্দির দেখতে আপনার চোখ জুড়াবে।
advertisement
মন্দির থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ওড়িশা। মনস্কামনা পূরণের আশায় শুধু এ বাংলার নয় ওড়িশা থেকে বহু ভক্ত আসেন এখানে। ছুটির একটি দিনে ঘুরে আসতে পারেন সহস্র লিঙ্গ শিব মন্দিরে। সাথে পাবেন জঙ্গলমহলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য।
—- Ranjan Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2023 6:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shiv Mandir: সহস্র লিঙ্গ শিব মন্দিরের কথা জানেন? কত মানুষ ছুটে যান, একবার গেলে মুগ্ধ হয়ে যাবেন