River Erosion: রায়মঙ্গলের পাড়ে হারিয়ে যেতে বসেছে সুন্দরবনের শিশু উদ্যান
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
River Erosion: সুন্দরবন যাওয়ার সময় অথবা পথ চলতি অনেকে লেবুখালি শিশু উদ্যানে বিশ্রাম করতেন। কেউ কেউ আবার অবসর সময় কাটাতেন। আর সেই শিশু উদ্যানই আজ হারিয়ে যেতে বসেছে
উত্তর ২৪ পরগনা: রায়মঙ্গলের পাড়ে হারিয়ে যেতে বসেছে সুন্দরবনের শিশু উদ্যান। নদী কিংবা স্থলপথে সুন্দরবনে বেড়াতে যেতে গেলে অনেকে উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের লেবুখালি ও দুলদুলির মাঝে রায়মঙ্গল নদী পেরিয়ে সুন্দরবনে পৌঁছন।
সুন্দরবন যাওয়ার সময় অথবা পথ চলতি অনেকে লেবুখালি শিশু উদ্যানে বিশ্রাম করতেন। কেউ কেউ আবার অবসর সময় কাটাতেন। আর সেই শিশু উদ্যানই আজ হারিয়ে যেতে বসেছে। আদিবাসী অধ্যুষিত এলাকায় সাধারণ মানুষ তথা ছেলেমেয়েদের মনোরঞ্জনের কথা ভেবে বাম আমলে রায়মঙ্গল নদীর তীরে তৈরি হয়েছিল শিশু উদ্যান পিকনিক স্পট, যা লেবুখলি উদ্যান নামে পরিচিত। অনেকে এখানে ঘুরতে আসতেন, আবার কেউ কেউ দলবল নিয়ে পিকনিক করতে আসতেন। তবে সেই পার্কটি বর্তমানে সুন্দরবনের রায়মঙ্গল নদীর করাল গ্রাসে পড়ে গিয়েছে।
advertisement
advertisement
শিশু উদ্যানটির একাধিক খেলনা উপকরণ থেকে শুরু করে কংক্রিটের প্রাচীর ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। পাশাপাশি নদীর পাড়ের মাটি আলগা হয়ে যাওয়ায় ধীরে ধীরে সেটিও নদীবক্ষে বিলীন হচ্ছে। এভাবেই আলগা হচ্ছে চার দেওয়ালের ভিত। কালের প্রবাহে অবহেলা-অযত্নে নদীর তীরে গড়ে ওঠা শিশু উদ্যানটি রায়মঙ্গলের বুকে মিশে যেতে চলেছে। উদ্যানটির যে পিলারগুলো এখনও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে তার সিংহভাগই ভাঙাচোরা। কোনও কোনও অংশ ভেঙে গিয়ে তলিয়ে গিয়েছে। ঢেউয়ের ধাক্কায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে ইটের পাঁজর।
advertisement
ভবঘুরে আর বাউণ্ডুলেদের আড্ডায় পরিণত হয়েছে এই পার্ক। সন্ধে নামতেই জুয়া ও মদের আসর বসে। ফলে নিরাপত্তাহীনতায় থাকেন এখানে আসা ভ্রমণকারীরা। তবে এই উদ্যানটি আবার স্বমহিমায় আগের অবস্থায় ফিরুক এমনটি চাইছেন এলাকার মানুষ।
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2024 1:57 PM IST