Shiksha Saathi Scheme: রাজ্যে শীঘ্রই চালু হচ্ছে 'শিক্ষাসাথী' প্রকল্প, সুফল পাবে লাখ-লাখ পড়ুয়া! কারা পাবে এই প্রকল্পের সুবিধা, জেনে নিন

Last Updated:

Shiksha Saathi Scheme: এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের কম দামে খাতা বিক্রি করবে পশ্চিমবঙ্গ সরকার, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।

শীঘ্রই চালু হচ্ছে শিক্ষা সাথী প্রকল্প
শীঘ্রই চালু হচ্ছে শিক্ষা সাথী প্রকল্প
নদিয়া: যে কোনও দেশের ভবিষ্যৎ হল সেই দেশের ছাত্রছাত্রী। কারণ তারা তরুণ প্রজন্ম। তাই ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার দায়িত্ব প্রত্যেকটি দেশের সরকারের। শুধু দেশের সরকার নেয় বিভিন্ন রাজ্য সরকারেরও দায়িত্ব সকল স্তরের ছাত্র-ছাত্রীদের উন্নয়নের খেয়াল লক্ষ্য রাখা। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার্থীদের সুবিধার জন্য এর আগেও নানারকম জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে ট্যাব, স্কুলের ইউনিফর্ম, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি একাধিক প্রকল্পের সুবিধা রয়েছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য। এবার সেই তালিকাতেই নতুন একটি নাম যুক্ত হতে চলেছে, যা হল ‘শিক্ষাসাথী’ প্রকল্প।
এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের কম দামে খাতা বিক্রি করবে পশ্চিমবঙ্গ সরকার, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। যারা দরিদ্র শিক্ষার্থী তারা এই প্রকল্পের কারণে অনেকটা সুবিধা লাভ করতে পারবে বলে জানা যাচ্ছে। এই প্রকল্পের জন্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে। এই প্রকল্প চালু হলে উপকৃত হবে বাংলার অসংখ্য ছাত্রছাত্রীরা।
advertisement
advertisement
জানা যাচ্ছে, রাজ্য সরকারের অধীন শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড এই খাতা ছাপাবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে এই সংস্থার আধুনিকীকরণ হয়েছে। এই প্রকল্প একবার চালু হলে পড়ুয়াদের খাতা ছাপানোর কাজ হবে এই সংস্থার অধীনেই। তার ফলে বাজার থেকে তাদের বেশি দামে আর খাতা কিনতে হবে না। এর পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাও লাভবান হবে।
advertisement
সূত্র মারফত জানা যাচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিন ধরনের খাতা দেওয়া হবে শিক্ষার্থীদের। ১০০ পাতার একটি খাতার মূল্য হবে ৩৭ টাকা। বাকি দুটি খাতা ১৬০ পাতার, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা করে। সরকারের উদ্যোগে বাজারের তুলনায় অনেক কম দামে এই খাতা পাবে শিক্ষার্থীরা। এছাড়াও গুণমানের দিক থেকে একাধিক বাজার চলতি ভাল কোম্পানির খাতার মতোই একই ধাঁচে এই খাতাও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
advertisement
আরও জানা গিয়েছে, শিক্ষাসাথী প্রকল্পের অধীনে যে সমস্ত খাতা তৈরি হবে আপাতত মঞ্জুষা স্টল ও কনজিউমার কো-অপারেটিভ শোরুমে সেগুলি পাওয়া যাবে। বিভিন্ন সরকারি মেলাতেও এই খাতা বিক্রি হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুণমানের দিক থেকে কোনও রকম আপোস করা হবে না। এমনকি ভবিষ্যতে রেশন দোকানেও মিলতে পারে এই খাতা।
— Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shiksha Saathi Scheme: রাজ্যে শীঘ্রই চালু হচ্ছে 'শিক্ষাসাথী' প্রকল্প, সুফল পাবে লাখ-লাখ পড়ুয়া! কারা পাবে এই প্রকল্পের সুবিধা, জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement