Birbhum News: লোকসভা নির্বাচন ঘোষণার আগে মা তারার মন্দিরে পুজো দিলেন শতাব্দী

Last Updated:

Birbhum News: প্রথমে তিনি মা তারা মন্দিরে পুজো দেওয়ার পর সেখান থেকে ফুলিরডাঙ্গা মাজার শরীফ গিয়ে চাদর চাপান। বীরভূমে প্রার্থী তথা অভিনেত্রীকে দেখার জন্য সাধারণ মানুষের ঢল ছিল একদম চোখে পড়ার মতো।

+
title=

বীরভূম: সামনেই লোকসভা নির্বাচন। আর ঠিক তার আগেই বীরভূমের তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিলেন তৃণমূলের সাংসদ শতাব্দী রায়।এ দিন তিনি বেলা ১০ টা নগাদ মা তারার মন্দিরে প্রবেশ করেন। বেশ কিছুক্ষণ তিনি মা তারার গর্ভগৃহে থেকে মা তারার পুজো দেন। প্রসঙ্গত ২০০৯ সাল থেকে দীর্ঘ তিন বারের সাংসদ রয়েছেন তিনি। প্রত্যেক বছর লোকসভা নির্বাচনের আগে তিনি মা তারার মন্দিরে পুজো দেন। এর পাশাপাশি তিনি আরও বিভিন্ন তীর্থ ক্ষেত্রে পুজো দেন।
প্রসঙ্গত কয়েকদিন আগেই ব্রিগেডের সভা থেকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বছরের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেখানে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী হন সাংসদ শতাব্দী রায়, এবং বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল। আর প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই একদিকে যখন দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে ঠিক অন্য জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন তীর্থক্ষেত্র পুজো দিয়ে জয় নিশ্চিত করতে চাইছেন তৃণমূলের প্রার্থীরা। সেই মতই আজ বীরভূমের তারাপীঠের মা তারা মন্দিরে পূজো দিলেন সাংসদ শতাব্দী রায়।
advertisement
advertisement
প্রথমে তিনি মা তারা মন্দিরে পুজো দেওয়ার পর সেখান থেকে ফুলিরডাঙ্গা মাজার শরীফ গিয়ে চাদর চাপান। বীরভূমে প্রার্থী তথা অভিনেত্রীকে দেখার জন্য সাধারণ মানুষের ঢল ছিল একদম চোখে পড়ার মতো। সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় এলাকার মহিলাদের সঙ্গে হাত মেলানোর পাশাপাশি নিজস্বী তোলেন।
এ ছাড়াও ২০২৪ সালের এই লোকসভা নির্বাচন অনুব্রতহীন বীরভূমে প্রথম লোকসভা নির্বাচন। অনুব্রত হীন বীরভূমে এই লোকসভা নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ এ বিষয়ে শতাব্দী রায় জানান, “অনুব্রত বীরভূমে নেই, তবে তাঁর সংগঠনের লোকজন এখনও রয়েছে ফলে চিন্তার কোনও কারণ নেই।”
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: লোকসভা নির্বাচন ঘোষণার আগে মা তারার মন্দিরে পুজো দিলেন শতাব্দী
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement