Shantiniketan:কোনার্ক-শ্যামলী-পুনশ্চ-উদয়ন-উদিচী...শান্তিনিকেতনের উত্তরায়ণ চত্বর রবীন্দ্রনাথের স্মৃতিধন্য
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
শান্তিনিকেতনের উত্তরায়ণ চত্বর রবীন্দ্রনাথের স্মৃতিধন্য। কোনার্ক-শ্যামলী-পুনশ্চ-উদয়ন-উদিচী এই পাঁচটি বাড়ি মিলিয়েই উত্তরায়ণ
বীরভূম: ১৯০১ সালে শান্তিনিকেতনে স্কুল এবং ১৯২১ সালে বিশ্বভারতীর পথ চলা শুরু। ১৯৫১ সালে এই প্রতিষ্ঠান কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায়। শান্তিনিকেতনের উত্তরায়ণ চত্বর রবীন্দ্রনাথের স্মৃতিধন্য। কোনার্ক-শ্যামলী-পুনশ্চ-উদয়ন-উদিচী এই পাঁচটি বাড়ি মিলিয়েই উত্তরায়ণ। এই বাড়িগুলিতে বিভিন্ন সময়ে বসবাস করেছেন এবং সাহিত্যচর্চা করেছেন কবিগুরু।
এই বাড়িগুলিতে রবীন্দ্রস্মৃতি বিজড়িত অনেক জিনিসপত্র ও নিদর্শন সংরক্ষিত আছে। এছাড়াও, শান্তিনিকেতনে রবীন্দ্রস্মৃতি বিজড়িত আরও অনেক স্থান রয়েছে, যেমন ‘ছাতিমতলা’, ‘অমর কুটির’। ১৯২৯ সালে শিলং থেকে শান্তিনিকেতনে এসে রবীন্দ্রনাথ বাস করতে শুরু করেন উত্তরায়ণ চত্বরে এবং মনে করা হয় উত্তরায়ণের প্রথম নির্মিত বাড়ি কোনার্কের ভিত্তি স্থাপিত হয় ১৯১৮ সালেই।
সৌভিক রায়
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 10, 2025 3:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shantiniketan:কোনার্ক-শ্যামলী-পুনশ্চ-উদয়ন-উদিচী...শান্তিনিকেতনের উত্তরায়ণ চত্বর রবীন্দ্রনাথের স্মৃতিধন্য









