প্রেমের সপ্তাহে প্রেমে প্রত্যাখ্যান, ছুরিকাহত প্রেমিকা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
রাগে অন্ধ হয়ে প্রেমিকাকে ছুরি মেরে দেন বিশ্বভারতীর কলাভবনের ছাত্র অসীম সরকার।
#শান্তিনিকেতন: বিশ্বভারতীর কলাভবনের পড়ুয়া। ক্লাস করেন একসঙ্গে। সেখান থেকেই ভালবাসার সূত্রপাত। যা ক্রমেই গাঢ় হতে শুরু করে প্রেমিকের মনে। প্রেমের সপ্তাহে তাই প্রেমিকাকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু প্রেমিকার মন মজেনি। প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন তিনি। আর তারপরই রাগে অন্ধ হয়ে প্রেমিকাকে ছুরি মেরে দেন বিশ্বভারতীর কলাভবনের ছাত্র অসীম সরকার।
পুলিশ জানিয়েছে, ছুরি মারার অপরাধে ইতিমধ্যেই অসীমকে গ্রেফতার করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত শান্তিনিকেতন থানায় তাঁর বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
কলাভবনের আবাসিকদের একাংশের তরফে জানা গিয়েছে, অসীম কলাভবনের তৃতীয় বর্ষের ছাত্র। সে ওই ছাত্রীকে পছন্দ করত। কিন্তু ওই ছাত্রী তাঁর প্রস্তাবে রাজি ছিল না। এদিনের ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন ওই ছাত্রী। তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 13, 2020 10:14 AM IST