New Business Idea: হাত লাগালেই টাকার খেলা, হেসেখেলে রোজ ইনকাম ৩০০-৫০০! 'টাকার গাছ' জঙ্গলমহলে!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
New Business Idea: জঙ্গলমহলের বেড়ে গেল রোজগার, হেসেখেলে দিনে আসছে ৩০০-৫০০ টাকা
বাঁকুড়া: শিল্পবিহীন এলাকা হিসেবেই পরিচিত রুখা শুখা লাল মাটির জেলা বাঁকুড়ার জঙ্গলমহল। মূলত কৃষি নির্ভর এই এলাকার একটা বড় অংশের মানুষের হাতে সারা বছর কাজ থাকেনা। তাই জঙ্গলমহলের তপশিলি উপজাতিভুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও পুরুষদের হাতে নগদ অর্থের যোগান দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাইপুরের ডিআরএমএস ল্যাম্পস্। জঙ্গলমহলের সম্পদ শালপাতা। এই শালপাতাকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব শালপাতার থালা, বড় বাটি, ছোট বাটি সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। রাজ্য পরিবেশ দফতরের এবং পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের সহযোগিতায় এবং ডিআরএমএস ল্যাম্পসের পরিচালনায় রাইপুরে তৈরি করা হয়েছে একটি শাল পাতার ইউনিট।
এই শাল ইউনিটে কাজের মাধ্যমে স্বনির্ভরতার দিশা পেয়েছেন জঙ্গলমহলের আদিবাসী পরিবারগুলো। একদিকে যেমন এই ইউনিটে শালপাতা সেলাই, কাটিং এবং ফিটিং এর কাজ করছেন মহিলা ও পুরুষরা অন্যদিকে জঙ্গল থেকে শালপাতা সংগ্রহ করে এনে কুড়চি কাঠি দিয়ে হাত সেলাই করে রোদে শুকিয়ে শালপাতা ৩৫০ টাকা প্রতি হাজারে বিক্রি করে অনেকটা আর্থিক সচ্ছল হচ্ছেন জঙ্গলমহলের মহিলারা। এদিন রাইপুর ল্যাম্পসের শালপাতার ইউনিট পরিদর্শন করেন রাজ্য পরিবেশ দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি শসীম কুমার বারুই। তিনি ইউনিট পরিদর্শন করে উচ্ছ্বসিত।
advertisement
আরও পড়ুন: বাঁকুড়ার সবুজ আপেল!
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি জানিয়েছেন, রাজ্য পরিবেশ দফতর এখানে শালপাতার তৈরি জিনিসপত্রগুলো বাজারজাত করার ব্যাপারে সহযোগিতা করবে। একই সঙ্গে তিনি এখানে তৈরি শাল পাতার জিনিসের বেশ কয়েকটি নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন বলে জানা গিয়েছে। কর্মরত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা জানিয়েছেন, শালপাতার ইউনিটে কাজ করে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৫০০ টাকা করে আয় হচ্ছে। ইউনিট বড় করতে পারলে আরও বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠী এখান থেকে উপকৃত হবেন বলে তারা জানান।
advertisement
রাইপুর ডিআরএমএস ল্যাম্পসের ম্যানেজার চন্দন চৌধুরী জানিয়েছেন, এখানে কাজ করে আদিবাসী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন। সম্প্রতি গঙ্গাসাগর মেলায় প্রায় ১০ লক্ষ টাকার জঙ্গলমহলের শালপাতার তৈরি জিনিসপত্র সরবরাহ করা হয়েছিল। স্থানীয় বাজারেও জিনিসপত্রগুলো সরবরাহ করা হচ্ছে। এতে যেমন জঙ্গলমহলের সম্পদকে কাজে লাগানো যাচ্ছে তেমনভাবে পরিবেশ দূষণও অনেক পরিমাণে হ্রাস পাচ্ছে। রাজ্য পরিবেশ দফতরের পক্ষ থেকে আরও সহযোগিতা পেলে আগামী দিনে এই ইউনিট আরও বড় করা হবে বলে তিনি জানিয়েছেন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2025 1:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Business Idea: হাত লাগালেই টাকার খেলা, হেসেখেলে রোজ ইনকাম ৩০০-৫০০! 'টাকার গাছ' জঙ্গলমহলে!






