#বহরমপুর: এসএফআইয়ের জেলা সভাপতি জোসেফ হসেন তৃণমূলে যোগদান করলেন। এছাড়াও ফারাক্কা ব্লকের সিপিএম নেতা অরুণাময় দাস ও আবদুস সালাম এদিন তৃণমূলে যোগদান কর। মঙ্গলবার বহরমপুর এ তৃণমূল নেতা সুব্রত সুব্রত সাহা ও সৌমিক হোসেনের হাত ধরে তৃণমূলের এই যোগদান করেন।
এসএফআই থেকে তৃণমূলে যোগদান করা প্রসঙ্গে জোসেফ বলেন, বিজেপিকে রুখতে তৃণমূল একমাত্র দল। সেই কারণেই আমরা তৃণমূলে যোগদান করলাম। তৃণমূল নেতা সৌমিক হোসেন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই সকলে আসছেন। বিধানসভা ভোটের আগে দল এর ফলে অনেক শক্তিশালী হবে। যদিও সিপিএম নেতা নৃপেন চৌধুরী বলেন, আগেই এদেরকে সতর্ক করা হয়েছিল দলের পক্ষ থেকে। শাসকদলের প্রলোভনে পা দিয়ে এরা দল ত্যাগ করেছে। আরো কয়েকজনকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।
Pranab Kumar Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baharampur, SFI, TMC