এসএফআইয়ের জেলা সভাপতির তৃণমূলে যোগদান, বহরমপুরে বড় পট পরিবর্তন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বামপন্থীদের অভিযোগ শাসকদলের প্ররোচনায় পা দিয়েই এই কাজ!
#বহরমপুর: এসএফআইয়ের জেলা সভাপতি জোসেফ হসেন তৃণমূলে যোগদান করলেন। এছাড়াও ফারাক্কা ব্লকের সিপিএম নেতা অরুণাময় দাস ও আবদুস সালাম এদিন তৃণমূলে যোগদান কর। মঙ্গলবার বহরমপুর এ তৃণমূল নেতা সুব্রত সুব্রত সাহা ও সৌমিক হোসেনের হাত ধরে তৃণমূলের এই যোগদান করেন।
এসএফআই থেকে তৃণমূলে যোগদান করা প্রসঙ্গে জোসেফ বলেন, বিজেপিকে রুখতে তৃণমূল একমাত্র দল। সেই কারণেই আমরা তৃণমূলে যোগদান করলাম। তৃণমূল নেতা সৌমিক হোসেন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই সকলে আসছেন। বিধানসভা ভোটের আগে দল এর ফলে অনেক শক্তিশালী হবে। যদিও সিপিএম নেতা নৃপেন চৌধুরী বলেন, আগেই এদেরকে সতর্ক করা হয়েছিল দলের পক্ষ থেকে। শাসকদলের প্রলোভনে পা দিয়ে এরা দল ত্যাগ করেছে। আরো কয়েকজনকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।
advertisement
Pranab Kumar Banerjee
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 02, 2020 10:14 AM IST