মধুচক্রের আসরে পুলিশের হানা, গ্রেফতার ৩০
Last Updated:
মধুচক্রের আসরে হানা দিয়ে ২১ জন মহিলা ও ৯ জন পুরুষকে গ্রেফতার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ ৷
#বাঁকুড়া: মধুচক্রের আসরে হানা দিয়ে ২১ জন মহিলা ও ৯ জন পুরুষকে গ্রেফতার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ ৷ বেশ কিছুদিন ধরেই বাঁকুড়া - দূর্গাপুর রাজ্য সড়কের ধারে এলাকার বিভিন্ন লাইন হোটেল গুলিতে চলছিল মধুচক্র। গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার এই হটোলগুলিতে হানা দেয় ৷ গ্রেফতার করেছে ৩০ জনকে ৷ আজ তাদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় ৷
পুলিশে জানিয়েছে, হোটেলে হানা দিয়ে এদিন বেশ কয়েকজনকে আপত্তিকর অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ৷ বেআইনি এই কারবার চালানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে ৷
এ কয়েকদিন আগেই বালুরঘাট পৌরসভার উত্তর চকভবানী এলাকার বাড়িতে মধুচক্রের আসরে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকে চার মহিলা ও বিএসএফ এর এক জওয়ান-সহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে বাড়ির মালিক ও তার স্ত্রী রয়েছেন।
advertisement
advertisement
বেশ কেয়কদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল যে চকভবানী এলাকায় ওই বাড়িতে মধুচক্রের আসর বসত ৷ কিন্তু প্রমাণ না থাকায় তারা কোনও পদক্ষেপ নিতে পারেনি ৷ কিন্তু এদিন তাদের হাতেনাতে ধরে ফেলতে সফল হয়েছে পুলিশ ৷ বাড়ির ভাড়াটিয়াও এই চক্রের সঙ্গে যুকেত বলে জানা গিয়েছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 03, 2017 5:11 PM IST