Poisonous Snakes: গৃহস্থবাড়িতে আতঙ্ক! মাটি খুঁড়তেই বেরিয়ে এল একাধিক বিষধর... কিলবিলিয়ে একের পর এক গোখরো সাপ! শেষমেশ যা হল...
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Poisonous Snakes: বন দফতরের কর্মীরা জানিয়েছেন, বর্ষাকালের জন্যই এই সাপের উপদ্রব বেড়েছে। তাঁরা এও জানাচ্ছেন, বর্ষাকালে বাড়ির আশপাশে কোনওরকম জলাজঙ্গল বাড়তে দেওয়া উচিত নয়।
নদিয়া: গৃহস্থ বাড়ির ঘরের মাটি খুঁড়তেই বেরিয়ে এল একাধিক বিষধর গোখরো সাপের বাচ্চা। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাট এলাকার ঘটনা। গৃহস্থ বাড়ির সদস্য সনাতন বিশ্বাসের দাবি, এদিন সকালে একটি গোখরো সাপের বাচ্চা প্রথমে দেখতে পান। এরপর ঘরের ভিতরে গিয়ে তাঁরা দেখেন একাধিক গর্ত রয়েছে। শুরু হয় মাটি খোঁড়ার কাজ। খবর দেওয়া হয় বন দফতরকে।
ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা এসে কাজে হাত লাগান। এরপর বেরিয়ে আসে একের পর এক গোখরো সাপের বাচ্চা। যদিও অল্প সময়ের মধ্যে দু’টি গোখরো সাপের বাচ্চাকে উদ্ধার করে বন দফতরের কর্মীরা। এরপর গৃহস্থ বাড়ি ছেড়ে চলে যান।
advertisement
advertisement
যদিও এখানেই শেষ নয়, চলতে থাকে ঘরের মাটি খোঁড়ার কাজ, এরপর উদ্ধার হয় আরও বেশ কয়েকটি গোখরো সাপের বাচ্চা। এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় পরিবারের মধ্যে, প্রচুর সংখ্যক প্রতিবেশীদে ভিড় করে ওই গৃহস্থ বাড়িতে। সূত্রের খবর এখনও পর্যন্ত ছয়টি সাপ উদ্ধার হয়েছে।
বন দফতরের কর্মীরা জানিয়েছেন, বর্ষাকালের জন্যই এই সাপের উপদ্রব বেড়েছে। তাঁরা এও জানাচ্ছেন, বর্ষাকালে বাড়ির আশপাশে কোনওরকম জলাজঙ্গল বাড়তে দেওয়া উচিত নয়, এবং অন্ধকারে হাঁটাচলা না করে সর্বক্ষণ জোরালো আলো সঙ্গে করে চলাফেরা করা উচিত। অসাবধানতাবশত কোনও সাপ কামড়ালে বিন্দুমাত্র সময় নষ্ট না করে তৎক্ষণাৎ জেলা হাসপাতালে চলে যাওয়া উচিত। যেখানে বিনামূল্যে সাপের প্রতিষেধক ভ্যাকসিন দিলে পরেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে রোগী। কোনও বিষধর সাপকে না হত্যা করে বন দফতরকে খবর দেওয়া উচিত।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2024 6:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poisonous Snakes: গৃহস্থবাড়িতে আতঙ্ক! মাটি খুঁড়তেই বেরিয়ে এল একাধিক বিষধর... কিলবিলিয়ে একের পর এক গোখরো সাপ! শেষমেশ যা হল...