West Bengal News: গ্রামে ঘুরছে ত্রাস! বাড়ির বাইরে বেরোলেই বিপদ, ঘরবন্দি মানুষ, জখম একাধিক
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
West Bengal News: রথযাত্রার উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। জেলার মানুষও আনন্দে আত্মহারা। তবে এর মাঝেই অঘটন। উন্মাদ কুকুরের আক্রমণে আহত একাধিক জন। এই গ্রামে এখন শুধু আতঙ্ক। ভয়ে ঘরের বাইরে বের হতে পারছেন না কেউই।
পশ্চিম মেদিনীপুর: রথযাত্রার উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। জেলার মানুষও আনন্দে আত্মহারা। তবে এর মাঝেই অঘটন। উন্মাদ কুকুরের আক্রমণে আহত একাধিক জন। এই গ্রামে এখন শুধু আতঙ্ক। ভয়ে ঘরের বাইরে বের হতে পারছেন না কেউই। বৃহস্পতিবার এবং শুক্রবার মিলিয়ে একাধিক জন কুকুরের কামড়ে জখম হয়েছেন। তাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। উন্মত্ত কুকুরের খোঁজ চালানো হচ্ছে প্রশাসনের তরফে। লাঠি হাতে প্রশাসনকে সহযোগিতা করছেন গ্রামের মানুষ। এলাকায় গিয়েছে ব্লক প্রশাসনের আধিকারিকেরা।
advertisement
advertisement
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের বেতারুই এলাকায় বৃহস্পতিবার থেকে তাণ্ডব চালাচ্ছে দুটি উন্মত্ত কুকুর। সামনে পেলেই যাকে তাকে কামড় দিচ্ছে। ইতিমধ্যেই কুকুরে কামড়ে জখম হয়েছে বেশ কয়েকজন শিশুসহ কুড়িরও বেশি গ্রামের মানুষ। বেশ কয়েকজনের আঘাত গুরুতর। ইতিমধ্যেই তাদের চিকিৎসা চলছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও একাধিক জনকে ওই উন্মত্ত কুকুর কামড় দিয়েছে। সেই কুকুরের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
advertisement
শুক্রবার সকালে এলাকায় যান, পঞ্চায়েত সমিতির সদস্য ইফতেকার আলী সহ প্রশাসনের আধিকারিকেরা। ইতিমধ্যেই ওই কুকুরদের খোঁজ শুরু হয়েছে। ইফতেকার আলী বলেন, বৃহস্পতিবার থেকেই দুটি কুকুর তাণ্ডব শুরু করেছে এলাকায়। সামনে পেলেই যাকে তাকে কামড় দিচ্ছে। বেশ কয়েকজন বাচ্চা থেকে বড় গুরুতর জখম। প্রশাসন কুকুরদের খোঁজ শুরু করেছে। আহতদের যথাযথ চিকিৎসা চলছে। শুক্রবার রথযাত্রা। এ গ্রামেও বেশ কয়েকদিন আগে থেকেই ছিল উৎসবের আমেজ। তবে বৃহস্পতিবার থেকে বদলে যায় চিত্রটা।
advertisement
উন্মত্ত কুকুরের তাণ্ডবে এখন গ্রামে শুধু ভয়। একটি কুকুরকে চিহ্নিত করা গেলেও অপর একটি কুকুরকে এখনও পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে ভয় বাড়ছে এলাকায়। ছোট ছোট শিশুরাও আক্রান্ত হয়েছে। বাদ যায়নি বড়রা। স্বাভাবিকভাবে দ্রুত প্রশাসন সেই কুকুরকে ধরার ব্যবস্থা করুক, চাইছেন সকলে।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 27, 2025 11:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: গ্রামে ঘুরছে ত্রাস! বাড়ির বাইরে বেরোলেই বিপদ, ঘরবন্দি মানুষ, জখম একাধিক