হোম /খবর /দক্ষিণবঙ্গ /
আজও অচলাবস্থা নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে, পরিষেবা না পেয়ে রাস্তা অবরোধে র

আজও অচলাবস্থা নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে, পরিষেবা না পেয়ে রাস্তা অবরোধে রোগীর পরিজনরা

  • Last Updated :
  • Share this:

    #নদিয়া: আজও অচলাবস্থা নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে। NRS হাসপাতালের ঘটনার প্রতিবাদে কল্যাণী জেএনএম হাসপাতাল ও মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তাররা আজও অবস্থান বিক্ষোভ বসেন। এর ফলে হাসপাতালের ইমার্জেন্সি এবং আউটডোর পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ। রোগীর পরিজনেরা চিকিৎসা পরিষেবা না পেয়ে জেএনএম হাসপাতালের গেটের বাইরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। চরম ভোগান্তিতে রোগীসহ রোগীর পরিজনেরা।

    First published:

    Tags: Kalyani J.N.M hospital, NRS, NRS Chaos, Protest