South 24 Parganas News: স্বাস্থ্য সম্পর্কিত পোস্টার ডিজাইন করে রাজ্যের মধ্যে প্রথম নামখানার সেঁজুতি
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
Last Updated:
স্বাস্থ্য সম্পর্কিত পোস্টার ডিজাইন করে রাজ্যের মধ্যে প্রথম হলেন নামখানার সেঁজুতি প্রধান। স্টুডেন্ট হেলথ হোমের উদ্যোগে আয়োজিত হওয়া রাজ্যব্যাপী প্রতিযোগিতায় কাকদ্বীপ জোন থেকে সেঁজুতির আঁকা ছবি পাঠানো হয়েছিল সেখানে।
নামখানা: স্বাস্থ্য সম্পর্কিত পোস্টার ডিজাইন করে রাজ্যের মধ্যে প্রথম হলেন নামখানার সেঁজুতি প্রধান। স্টুডেন্ট হেলথ হোমের উদ্যোগে আয়োজিত হওয়া রাজ্যব্যাপী প্রতিযোগিতায় কাকদ্বীপ জোন থেকে সেঁজুতির আঁকা ছবি পাঠানো হয়েছিল সেখানে। আর এরপরই সেই ছবি সিলেক্ট হয়। এই খবর পাওয়ার পর খুশির জোয়ার বইছে নামখানায়। সেঁজুতি বর্তমানে নামখানার দেবনগর মোক্ষদা দিন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।পড়াশোনার পাশাপাশি নাচ, গান, কবিতা আঁকতে ভালোবাসে সে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেঁজুতি। তবে সেঁজুতির স্বপ্ন বড় হয়ে চিত্রশিল্পী হওয়ার।সেই লক্ষ্যেই সে কাজ চালিয়ে যাচ্ছে।
সেঁজুতির বয়স যখন তিন বছর তখন থেকেই পড়াশোনার পাশাপাশি নাচ, আবৃতি, ছবি আঁকা সহ বিভিন্ন হাতের কাজ শেখাতে শুরু করে তার পরিবারের লোকজন। আর সেই কাজের সাফল্য এসেছে ১৭ বছর বয়সে। ছবি এঁকে রাজ্য স্তরে পুরস্কৃত হল সে। তার এই ছবি আঁকায় উৎসাহ জুগিয়েছে ঠাকুমা দেবশ্রী দাস প্রধান ও পরিবারের সদস্যরা। বাবা সৌগত প্রধান পেশায় একজন প্রাথমিক স্কুল শিক্ষক ও বিশিষ্ট কবি। মেয়ের এই সাফল্যে খুশি তিনি। মেয়ে তার নিজের লক্ষ্যে আরও এগিয়ে যাক, এটাই চান তিনি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই সাফল্যের খবরে সেঁজুতির পরিবারের মত খুশি নামখানার বাসিন্দারাও।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 02, 2024 5:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: স্বাস্থ্য সম্পর্কিত পোস্টার ডিজাইন করে রাজ্যের মধ্যে প্রথম নামখানার সেঁজুতি