#রানাঘাট: বহিরাগত কাউকে প্রার্থী করা যাবে না। ফের প্রকাশ্যে বিজেপির দলীয় কোন্দল। প্রার্থী ঘোষণার আগেই নিজেকে রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী বলে প্রচার শুরু করেছেন অর্চনা মজুমদার। সেই নিয়েই এখন চাপানউতোর তুঙ্গে।
প্রার্থী ঘোষণার আগেই নিজেকে রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী বলে প্রচার শুরু করেছেন অর্চনা মজুমদার। এই স্বঘোষিত বিজেপি প্রার্থীকে নিয়েই ডামাডোল দলের অন্দরে। অভিযোগ, মেডিক্যাল ক্যাম্পের অছিলায় ব্লকে ব্লকে গিয়ে নিজেকে সরাসরি বিজেপি প্রার্থী বলে ঘোষণা করছেন অর্চনা মজুমদার।
এতদিন ধরে এলাকায় বিজেপির জমি তৈরি করেছেন তাঁরাই। 'বহিরাগত' কাউকে তাই প্রার্থী হিসাবে মানতে নারাজ বিজেপির নদিয়া দক্ষিণের সাংগঠনিক দায়িত্বে থাকা কর্মীরা।
মুকুল রায় ঘনিষ্ঠ স্বঘোষিত এই প্রার্থীকে নিয়ে অসন্তোষ চারিয়েছে বুথ স্তরের কর্মীদের মধ্যেও।
আরও পড়ুন - মর্মান্তিক! ফের ফিল হিউজ স্মৃতি উসকে ক্রিকেট মাঠে মৃত্যু
রানাঘাট কেন্দ্র নিয়ে বেজায় আশাবাদী গেরুয়া শিবির। এই কেন্দ্রে ভোটব্যাঙ্কের একটা বড়ো অংশ মতুয়া সম্প্রদায়ের। আর এই মতুয়াদের একাংশই বিজেপির পাল্লা ভারি করছে। কিন্তু এলাকার বাইরে থেকে কোনও প্রার্থী দেওয়া হলে ভোটে যে তার প্রভাব পড়বে কর্মীদের কথাতেই তা স্পষ্ট।
আরও দেখুননিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।