Second Sonajhuri Haat: হস্তশিল্প থেকে বাউল গান, বাংলার বুকে 'দ্বিতীয় সোনাঝুড়ির হাট'! চালু হয়ে গেল এই জেলায়, দেখে নিন খোলা থাকবে কোন দিনগুলিতে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Second Sonajhuri Haat: সোনাঝুড়ির মতই আরও একটি হাট চালু হয়ে গেল রাজ্যে। যেখানে হস্তশিল্পের পাশাপাশি বসবে বাউল গানের আসর। কোথায় জানেন?
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের ঐতিহ্যবাহী হস্তশিল্পকে এক ছাদের নীচে তুলে ধরতে রাজ্য সরকারের একটি অভিনব পদক্ষেপের সাক্ষী থাকল পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের সমুদ্রগড়। রবিবার বিকেলে ‘পথের সাথী’ প্রাঙ্গণে মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ‘হস্তশিল্পের হাট’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান কল্লোল খান, পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই হাটে জেলার বিভিন্ন হস্তশিল্প যেমন পূর্ব বর্ধমান জেলার নতুনগ্রামের কাঠপুতুল, দ্বারিয়াপুরের ডোকরা শিল্প, কাপড়ের কাজ, বাঁশ-নির্মিত সামগ্রী ইত্যাদি প্রদর্শিত ও বিক্রি হবে। আপাতত বিধায়ক তহবিলের সাহায্যে হাটের জন্য অস্থায়ী ছাউনি নির্মাণ করা হয়েছে।
advertisement
advertisement
মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, নবদ্বীপের তীর্থযাত্রী এবং পর্যটকদের এই হাটের প্রতি আকৃষ্ট করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে শনি ও রবিবার বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত হাট চলবে। ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণে থাকছে বাউল গানের বিশেষ পরিবেশনা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ভবিষ্যতে এই হাটকে আরও পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে রাজ্যের অন্যতম হস্তশিল্প কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগ জেলার কৃষ্টিকে যেমন তুলে ধরবে, তেমনই হস্তশিল্পীদের জন্য নতুন দিগন্তের দ্বার খুলে দেবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট মহল। আরও বলতে গেলে বলা যায়, রাজ্যে চালু হয়ে গেল দ্বিতীয় ‘সোনাঝুড়ির হাট’!
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 23, 2025 9:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Second Sonajhuri Haat: হস্তশিল্প থেকে বাউল গান, বাংলার বুকে 'দ্বিতীয় সোনাঝুড়ির হাট'! চালু হয়ে গেল এই জেলায়, দেখে নিন খোলা থাকবে কোন দিনগুলিতে

