Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
Second Hooghly Bridge: রক্ষণাবেক্ষণ কাজের জন্য আবার রবিবার সকাল থেকেই টানা কয়েক ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু
হাওড়া, রাকেশ মাইতি: ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! এবার আরও লম্বা সময় বন্ধ থাকছে যান চলাচল। ৯.১১.২০২৫ তারিখ রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত। ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা। কেবল এবং বিয়ারিংয়ের কাজের কারণে ব্রিজে যান চলাচল বন্ধ রাখার নির্দেশ হাওড়া সিটি পুলিশের। দ্বিতীয় সেতু হয়ে কলকাতা গামী যানবাহন বিকল্প পথে চলবে।
কোন পথে কীভাবে যান কলকাতা পৌঁছবে জানুন পরিবর্তনগুলি করা হচ্ছে–
বিদ্যাসাগর সেতু ব্যবহার করে কোলকাতার দিকে যেতে ইচ্ছুক পণ্যবাহী যানবাহন ছাড়া অন্য সমস্ত যান হাওড়া সেতু (রবীন্দ্র সেতু)/ নিবেদিতা সেতু/ ওল্ড বালি সেতু (বিবেকানন্দ সেতু) দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
advertisement
এনএইচ ১৬ বরাবর কোলাঘাটের দিক থেকে আসা পণ্যবাহী যান যারা কলকাতা যাওয়ার জন্য কোনা এক্সপ্রেসওয়ে/ ২য় হুগলি সেতু ব্যবহার করতে চান তারা ধুলাগড়- নিবড়া -সলোপ-পাকুরিয়া-সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতুতে যেতে পারেন।
advertisement
ডানকুনি দিক থেকে আসা পণ্যবাহী যান, যারা কোলকাতার দিকে যাওয়ার জন্য কোনা এক্সপ্রেসওয়ে/ ২য় হুগলি সেতু ব্যবহার করতে চান, তারা নিবেদিতা সেতুতে যেতে পারেন।
কলকাতা থেকে হাওড়াগামী যানবাহন যারা দ্বিতীয় হুগলি সেতু পেতে চান, তারা হাওড়া সেতু বা নিবেদিতা সেতুতে যেতে পারেন।
advertisement
পণ্যবাহী যানবাহন ব্যতীত কোলাঘাটগামী যানবাহন কাজীপাড়া- জিটি রোড- ব্যতায়তলা- আন্দুল রোড- আলমপুর- এন এইচ ১৬- ধুলাগড়- রানিহাটি বা হ্যাং সাং ক্রসিং – কোনা এক্সপ্রেসওয়ে – নিবড়া- বাম মোড় – এন এইচ ১৬- অঙ্কুরহাটি – ধুলোগড়- কোলাঘাটের দিকে যাওয়ার জন্য রানিহাটি।
advertisement
পণ্যবাহী যানবাহন ছাড়া ডানকুনিগামী যানবাহনগুলি হ্যাং সাং ক্রসিং- কোনা এক্সপ্রেসওয়ে- এনএইচ ১৬- পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতপাড়া- ডানকুনি বা হ্যাং সাং ক্রসিং-ডান মোড়- শৈলেন মান্না সরণি- শানপুর মোড়- বাম মোড়- হাওড়া আমতা রোড- সলোপ- এনএইচ ১৬- পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতিপাড়া- ডানকুনি বা কাজীপাড়া- জিটি রোড/ ফোরশোর রোড- সালকিয়া- বালি- জিরো পয়েন্ট- মাইতপাড়া।
advertisement
যান চলাচলে এই নিয়ম জারি থাকবে শুধু মাত্র ৯/১১/২৫ তারিখে ভোর ৪:০০ থেকে রাত্রি ৯:৩০ পর্যন্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 08, 2025 11:17 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে










