South 24 Parganas News: সমুদ্রে দুর্যোগ, বিচ্ছিন্ন যোগাযোগ...নিখোঁজ ৩ ট্রলার ফিরল ৪ দিন পর! ৪৯ জন মত্‍সজীবী কীভাবে ফিরলেন বাড়ি?

Last Updated:

বিশ্বকর্মা পুজোর দিন খুশির খবর পেল মৎস্যজীবীদের পরিবারের লোকজন। মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে নিখোঁজ হওয়া সমস্ত মৎস্যজীবীদের খোঁজ পাওয়া গিয়েছে। তাদেরকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

সমুদ্রে দুর্যোগ, বিচ্ছিন্ন যোগাযোগ... নিখোঁজ ৩ ট্রলার ফিরল ৪ দিন পর!
সমুদ্রে দুর্যোগ, বিচ্ছিন্ন যোগাযোগ... নিখোঁজ ৩ ট্রলার ফিরল ৪ দিন পর!
কাকদ্বীপ: বিশ্বকর্মা পুজোর দিন খুশির খবর পেল মৎস্যজীবীদের পরিবারের লোকজন। মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে নিখোঁজ হওয়া সমস্ত মৎস্যজীবীদের খোঁজ পাওয়া গিয়েছে। তাদেরকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলেই জানা গিয়েছে।
নিখোঁজ ট্রলারগুলির খোঁজে কাকদ্বীপ থেকে বেশ কয়েকটি ট্রলার সমুদ্রে নেমেছিল। সেই ট্রলারের মৎস্যজীবীরাই প্রথমে বকখালি থেকে ২৫ কিলোমিটার দূরে দুই ট্রলারের সন্ধান পান। তখনও একটি ট্রলারের খোঁজ মেলেনি।
পরে ওই ট্রলারটির খোঁজ মেলে। গত ৮ ও ৯ সেপ্টেম্বর কাকদ্বীপ ঘাট থেকে ‘এফবি বাবা নীলকন্ঠ’ এবং ডায়মন্ড হারবার মৎস্যবন্দর থেকে ‘এফবি শ্রীহরি’ ও ‘এফবি মা রিয়া’ নামে ওই তিনটি ট্রলার সমুদ্রে পাড়ি দিয়েছিল।
advertisement
advertisement
গত শুক্রবার দুর্যোগের সতর্কবার্তা পেয়ে গভীর সমুদ্র থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় ট্রলারগুলি। উপকূলে ফেরার সময় ওই তিনটি ট্রলারের যন্ত্র ও যোগাযোগের মাধ্যম ওয়্যারলেস বিকল হয়ে যায়। নিখোঁজ ট্রলারগুলির খোঁজে গত তিন দিন ধরেই তল্লাশি চালাচ্ছিল উপকূলরক্ষী বাহিনী। সোমবার হেলিকপ্টারও নামানো হয়।
পাশাপাশি নিখোঁজ ট্রলারগুলির খোঁজে কাকদ্বীপ থেকে বেশ কয়েকটি ট্রলারও গভীর সমুদ্রে পাড়ি দেয়। বর্তমানে সমস্ত মৎস্যজীবীদের উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনগুলি।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সমুদ্রে দুর্যোগ, বিচ্ছিন্ন যোগাযোগ...নিখোঁজ ৩ ট্রলার ফিরল ৪ দিন পর! ৪৯ জন মত্‍সজীবী কীভাবে ফিরলেন বাড়ি?
Next Article
advertisement
বায়ুদূষণ ক্ষতি করতে পারে গর্ভবতী মহিলাদের... প্রভাব পড়তে পারে শিশুর উপর! শুনে নিন বিশেষজ্ঞের পরামর্শ
বায়ুদূষণ ক্ষতি করতে পারে গর্ভবতী মহিলাদের... প্রভাব পড়তে পারে শিশুর উপর
  • গর্ভবতী মহিলা ও তাদের শিশুদের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে

  • দূষণের কারণে অকাল প্রসব, শিশুর শ্রবণশক্তি ক্ষতি এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে

  • বায়ুদূষণ ডিম্বাশয়ের রিজার্ভ ক্ষতি করে

VIEW MORE
advertisement
advertisement