Krishnananagar Murder Case: বাড়ির দোতলায় উঠে ছাত্রীকে গুলি করে খুন! কৃষ্ণনগর-কাণ্ডে পুলিশের 'অ্যাকশন'! আতঙ্ক এলাকায়
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Krishnanagar Murder- কৃষ্ণনগরে ছাত্রী খুনে অভিযুক্ত কাচড়াপাড়ার দেশরাজ সিং-এর বাড়িতে পুলিশের তল্লাশি। ঘটনার কথা জানতে পেরেই আতঙ্কিত স্থানীয়রা।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কৃষ্ণনগরে ছাত্রী খুনে অভিযুক্ত কাচড়াপাড়ার দেশরাজ সিং-এর বাড়িতে পুলিশের তল্লাশি। ঘটনার কথা জানতে পেরেই আতঙ্কিত স্থানীয়রা।
কাচড়াপাড়া ধরমপুর এলাকায় ভাড়া থাকত দেশরাজ। কৃষ্ণনগরের কলেজ ছাত্রী ইসিতা খুনের মূল অভিযুক্ত দেশরাজ সিং। জানা গিয়েছে, গত ৬-৭ বছর ধরে মা-বাবা ও বোনের সঙ্গে ওই এলাকায় ভাড়া থাকত দেশরাজ।
কয়েকদিন আগে বোনকে নিয়ে ভর্তি করাতে মা-বাবা বিহারে গিয়েছেন। স্থানীয়দের দাবি, এমন ঘটনার কথা জেনে তাঁরাও আতঙ্কিত। অনেকেরই ঘরে মেয়ে রয়েছে। পাড়ার মানুষজন জানাচ্ছেন, দেশরাজ ও তার পরিবার এলাকাবাসীর সঙ্গে খুব বেশি মিশত না। মাঝিপাড়া পঞ্চায়েতের সদস্যা রিংকি মজুমদার বলেন, ওরা বাইরের মানুষ, এখানে ভাড়া থাকত। এলাকার কারও সঙ্গে বিশেষভাবে মেলামেশা করত না।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘আমি বিধায়ক, কেন পালতে যাব…?’ আদালতে কী বললেন জীবনকৃষ্ণ? বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের!
এদিকে, দেবরাজের কাছে পিস্তল এল কোথা থেকে তা খতিয়ে দেখছে পুলিশ। বীজপুর ও জেঠিয়া থানার পুলিশ যৌথভাবে দেশরাজের বাড়ি সহ গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 12:05 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnananagar Murder Case: বাড়ির দোতলায় উঠে ছাত্রীকে গুলি করে খুন! কৃষ্ণনগর-কাণ্ডে পুলিশের 'অ্যাকশন'! আতঙ্ক এলাকায়