Sealdah Train: শিয়ালদহে ট্রেনের তুমুল সমস্যায় ভয়ঙ্কর ঘটনা! জীবন শেষ যুবকের! টিটাগড়ে ভয়াবহ কাণ্ড

Last Updated:

Sealdah Train: চলবে ১২ বগি, তাই সাময়িক দুর্ভোগে যাত্রীরা! তার মাঝেই ঘটল চরম বিপত্তি।

+
ট্রেনের

ট্রেনের সমস্যা

উওর ২৪ পরগনা: শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হওয়ায়, চরম হয়রানির শিকার যাত্রীরা। ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় ঘটল বিপত্তি। ট্রেনে উঠতে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল টিটাগরের এক ২২ বছর বয়সের যুবকের।
জানা গিয়েছে, ওই যুবক সেক্টর ৫-এর কাজ করেন, নাম মোহাম্মদ আলী হাসান আনসারী। গরমে একেই অস্বস্তিকর পরিস্থিতি, তার মধ্যে আবারও বেশ কয়েকদিন চরম হয়রানির শিকার হতে হবে ট্রেন যাত্রীদের। যদিও এই অল্প কয়েকদিনের সমস্যা কাটলেই, বিশেষ সুবিধা মিলবে শিয়ালদহ শাখার ট্রেন যাত্রীদের বলেই দাবি রেল সূত্রে।
advertisement
advertisement
জানা গিয়েছে, পূর্ব রেলের গুরুত্বপূর্ণ স্টেশন শিয়ালদহে এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্ম সংস্কার করা হচ্ছে। অতীতে এই প্লাটফর্মে নয় বগির ট্রেন দাঁড়ানোর ব্যবস্থা থাকলেও, ১২ বগির ট্রেন এই স্টেশন গুলিতে দাঁড়াতে পারত না। ফলে সমস্যায় পড়তে হতো। এবার শিয়ালদহ শাখার সব ট্রেন ১২ বগি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে রেলের তরফে। তাই এই এক থেকে পাঁচ নম্বর স্টেশন সংস্কার করে ১২ বগি ট্রেন দাঁড়ানোর মত করা হচ্ছে। এই কাজের জন্যই, তিন দিন শিয়ালদহ শাখায় বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ রাখা ও বেশ কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রেলের তরফে।
advertisement
সেগুলি শিয়ালদহ-র পরিবর্তে দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করবে বলে জানানো হয়। যা চলবে রবিবার দুপুর পর্যন্ত। তবে সপ্তাহান্তে রেলের এই সিদ্ধান্তে রীতিমতো চরম দুর্ভোগে পড়েছেন রেল যাত্রী থেকে সাধারণ মানুষজন। অনেকেই গুরুত্বপূর্ণ কাজে ট্রেন ধরতে সকালে স্টেশন গুলিতে উপস্থিত হলেও, সঠিক টাইমে মিলছে না ট্রেন। প্রতিটি ট্রেনেই চরম ভিড়। ফলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন অনেকে।
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রাপথ সংক্ষিপ্ত করায় ট্রেন দমদম এবং ক্যান্টনমেন্ট পর্যন্ত গিয়ে আবারও তাদের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে, ফলে অতিরিক্ত কিছু সময় লাগছে। এই পরিস্থিতিতে বিভিন্ন স্টেশনে জমছে যাত্রীদের ভিড়। ট্রেনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে গরমে নাজেহাল অবস্থা যাত্রীদের। যদিও পূর্ব রেলের তরফ থেকে বিশেষ ঘোষণা করা হচ্ছে স্টেশনগুলিতে।
গুরুত্বপূর্ণ শিয়ালদহ স্টেশন সংস্কার সহ ওভারহেডের তারের কাজ ও আনুষাঙ্গিক সতর্কতার কাজ শেষ হলেই আবারও পুনরায় নিয়ম মেনে চলতে পারবে ১২ কামরার ট্রেন। ফলে অতিরিক্ত আরও যাত্রী পরিবহনে বাড়তি সুবিধা মিলবে বলেই জানায় রেল। তবে এই কাজের কারণে শিয়ালদহ মেন লাইন এবং শিয়ালদহ বনগাঁ ও হাসনাবাদ শাখায় ট্রেন চলাচলে কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছে। যদিও দীর্ঘ মেয়াদী সুবিধার জন্য, কয়েকদিনের এই সমস্যা মেনে নিতে রাজি নিত্যযাত্রীরাও।
advertisement
—– Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sealdah Train: শিয়ালদহে ট্রেনের তুমুল সমস্যায় ভয়ঙ্কর ঘটনা! জীবন শেষ যুবকের! টিটাগড়ে ভয়াবহ কাণ্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement