Railway News: এক ভুলেই দিতে হবে জীবনের মাশুল! কেউ মানছে না 'এই' নিয়ম, তবে ধরা পড়লেই...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Railway News: শিয়ালদহ বিভাগের অভিযোগ, লেভেল ক্রসিং গেটগুলোতে প্রায়ই দেখা যায় গাড়ি চালকেরা গেটম্যানের কাজকে বাধাগ্রস্ত করেন, যখন গেটম্যান গেট নামানোর চেষ্টা করছেন। এমনকি ছোট গাড়ি ও পথচারীরাও অনেক সময় বন্ধ বা বন্ধ হওয়া অবস্থায় জোর করে লেভেল ক্রসিং পার হতে যান, যা ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে।
সোদপুর: শিয়ালদহ বিভাগ–লেভেল ক্রসিং গেটে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য জনসাধারণকে সর্তক করছে। শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, প্রতিদিন লেভেল ক্রসিং গেটে প্রায়শই দেখা যায় যে গাড়ি চালকরা গেট ভেঙে চলে যান বা গেট নামানোর সময় যানজট সৃষ্টি করেন। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ শুধু ট্রেন চলাচলের সময়কে ব্যাহত করে না, বরং সড়কপথেও অযথা যানজট তৈরি করে, যার ফলে রেল ও গাড়ি উভয়েই দেরি করে।
শিয়ালদহ বিভাগের অভিযোগ, লেভেল ক্রসিং গেটগুলোতে প্রায়ই দেখা যায় গাড়ি চালকেরা গেটম্যানের কাজকে বাধাগ্রস্ত করেন, যখন গেটম্যান গেট নামানোর চেষ্টা করছেন। এমনকি ছোট গাড়ি ও পথচারীরাও অনেক সময় বন্ধ বা বন্ধ হওয়া অবস্থায় জোর করে লেভেল ক্রসিং পার হতে যান, যা ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে। শিয়ালদহ রেল বিভাগের এক শীর্ষ আধিকারিক বলেন, আমরা গাড়ির মালিক, পথচারী, রিকশাচালক-সহ সকলকে—অনুরোধ করছি যে গেট বন্ধ অবস্থায় বা বন্ধ হওয়ার সময়, সাইরেন বাজার সময় কিংবা লাল সিগন্যাল জ্বলতে থাকা অবস্থায় জোর করে লেভেল ক্রসিং পার হবেন না।
advertisement
advertisement
একই সঙ্গে তারা মনে করিয়ে দিচ্ছেন যে, যদি কোনও রাস্তা ব্যবহারকারী কর্তব্যরত গেটম্যানকে সঠিক সময়ে গেট বন্ধ করতে বাধা দেন বা গেট বন্ধ অবস্থায় জোর করে প্রবেশ করেন, তবে সেই কাজ রেলওয়ে অ্যাক্টের অধীনে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।বিভিন্ন লেভেল ক্রসিংয়ে উল্লেখ করা আছে – গেট নামতে শুরু করলে কখনওই ট্র্যাক পার হওয়ার চেষ্টা করবেন না।
advertisement
আরও পড়ুন-‘দেহব্যবসা করে অকালে জীবনটাই শেষ…! স্বামীর নরকযন্ত্রণায় ৩৪-এ মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, শ্মশানে নিয়ে যাওয়ার ছিল না কেউ, চিনতে পারলেন?
কোনও অবস্থাতেই বন্ধ বা বন্ধ হওয়া গেট ভেঙে, উপেক্ষা করে বা পাশ কাটিয়ে যাবেন না। সতর্ক সঙ্কেত ও সিগন্যালের প্রতি সর্বদা সজাগ থাকুন এবং গেট পুরোপুরি খোলা হওয়া ও স্পষ্ট সঙ্কেত পাওয়ার পরেই পার হোন। লেভেল ক্রসিং-এ নিরাপত্তা বিধি লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।এর পরেও অবস্থা বদলাচ্ছে না বলে অভিযোগ রেলের আধিকারিকদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 10:20 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Railway News: এক ভুলেই দিতে হবে জীবনের মাশুল! কেউ মানছে না 'এই' নিয়ম, তবে ধরা পড়লেই...