উত্তাল দিঘার সমুদ্র, পর্যটকদের মুখ ভার ! যেতে দেওয়া হচ্ছে না জলের ধারেকাছেও !
Last Updated:
#দিঘা: দু’দিন ভ্যাপসা গরমের পর টানা দু’দিন দফায় দফায় বৃষ্টি। তাপমাত্রা কমে যাওয়ায় আপতত স্বস্তিতে রয়েছেন দক্ষিণবঙ্গবাসী। শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে চলছে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া এরকমই থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বাড়তি সতর্কবার্তা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল! মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যে-সমস্ত মাছ ধরার জাহাজ সমুদ্রে গিয়েছে, তাদেরও ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দিঘায় বেড়াতে যাওয়া পর্যটকদের মুখ ভার, সমুদ্রের ধারেকাছে যেতে দেওয়া হচ্ছে না।
হাওয়া অফিস জানিয়েছে, মায়ানমার উপকূলে সৃষ্টি হওয়া এই ঘূর্ণাবর্ত গাঙ্গেয় বঙ্গোপসাগরে আসার পরে নিম্নচাপে পরিণত হয়েছে। তার জেরে দক্ষিণবঙ্গের দফায় দফায় বৃষ্টি হচ্ছে। নিম্নচাপটি ক্রমশ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটির অভিমুক রয়েছে উড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে। ইতিমধ্যে এই দুই রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2018 10:33 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উত্তাল দিঘার সমুদ্র, পর্যটকদের মুখ ভার ! যেতে দেওয়া হচ্ছে না জলের ধারেকাছেও !