Bankura News: এমন কাজ করল স্কুল পড়ুয়ারা, গাছে উঠতে হল অভিভাবকদের! আসল গল্প শুনলে কুর্নিশ জানাবেন সব্বাইকে
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
পাখিদের জন্য বাসা তৈরি করে দিল কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পড়ুয়ারা।
বাঁকুড়া: নগরায়ন চলছে গোটা বিশ্বজুড়ে! নগরায়নের ঠেলায় সবুজের মৃত্যু ঘটছে নিঃশব্দে। সভ্য মানুষ নিজের ঘর বাড়ি তৈরি করতে ঘরবাড়ি কেড়ে নিচ্ছে অবলা জীবজন্তু পশু পাখিদের। কিন্তু উপায় কি? বাড়তি জনসংখ্যা! ক্যাপিটালিজম এবং ইঁদুর দৌড়ের লড়াইয়ে প্রত্যেকেই চাইছে একটা নিজের বাড়ি থাকবে। ফলত গাছের সংখ্যা স্টক মার্কেটের চেয়েও দ্রুত গতিতে কমছে। আর একটি গাছ, একাধিক বন্যপ্রাণীর বাসা। গাছে থাকে একাধিক পাখির বাসা, গাছের কোটরে থাকে পোকামাকড়, সাপ, কাঠবেড়ালি এবং আরও কত কিছু। তাদের কথা চিন্তা করে কিছু একটা করতে চেয়েছে বাঁকুড়ার নিম্ন বুনিয়াদি বিদ্যালয় শিশু ছাত্রছাত্রীরা।
বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দত্তর উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা মিলে বানিয়েছেন নারকেলের ছোবড়া দিয়ে তৈরি কয়েকটি পাখির বাসা। পাখির বাসাগুলি দেখতে খুব মিষ্টি। ঠিক যেমন বাবুই পাখির বাসা হয় তেমনটা। উল্টো কলসির মত দেখতে। বাসার মাঝখানের পেটটা মোটা, রয়েছে একটি বড় গর্ত। এই গর্ত দিয়েই যাতায়াত করতে পারবে পাখিরা।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুর ব্যারেজ দিয়ে যাতায়াত রেগুলার! জানেন আসল খবর, এবার যাতায়াতের সময় খেয়াল রাখতে এই ৬টি বিষয়
advertisement
বাসাগুলি বানানোর পর বিদ্যালয়ের সামনের বটগাছে একের পর এক ঝুলিয়ে দিলেন অভিভাবকেরা। ভাবুন তো কি দারুণ উদ্যোগ? ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি বাসা পাখিদের জন্য ঝুলিয়ে দিলেন অভিভাবকেরা। আশা করা যাচ্ছে আর কয়েক দিনের মধ্যে বাসাগুলি দখল করতে পাখিদেরও দেখা মিলবে। মোট আটটি বাসা আপাতত ঝোলানো হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁকুড়া শহরের এই নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এর আগে বহু উদ্ভাবনী চিন্তাভাবনা নিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের চেষ্টা করেছে। শিশু মনের বিকাশের জন্য আরও এক নতুন উদ্যোগ এই পাখির বাসাগুলি তৈরি করে গাছে ঝুলিয়ে দেওয়ার মাধ্যমে। প্রতিটি বিদ্যালয় যদি এমন উদ্যোগ করা যায় তাহলে হয়ত। আকাশের পাখিগুলিকে ইলেকট্রিক তারে কিংবা পোলে প্রাণ হারাতে হবে না।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 30, 2025 7:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: এমন কাজ করল স্কুল পড়ুয়ারা, গাছে উঠতে হল অভিভাবকদের! আসল গল্প শুনলে কুর্নিশ জানাবেন সব্বাইকে








