হুইল চেয়ারে থাকবে সেন্সর প্রযুক্তি! হাওড়ার দুই পড়ুয়ার অভাবনীয় কাজ... হাত-পা-চোখ দিয়ে করা যাবে নিয়ন্ত্রণ
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
হাওড়ার বেগরি হাই স্কুলের ছাত্ররা তৈরি করল সেন্সর প্রযুক্তি ব্যবহারে হুইল চেয়ার, রাজ্যের গণ্ডি পেরিয়ে দিল্লির একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে ছাত্রদের এই আবিষ্কার
ডোমজুড়, হাওড়া, রাকেশ মাইতি: ডোমজুড়ের বেগড়ি হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র অয়ন ও প্লাবনের হাতেই তৈরি হল সেন্সর হুইল চেয়ার। ২৮ তম জাতীয় বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য দু’জনেই এমন কিছু তৈরির পরিকল্পনা করে, যেখানে প্রযুক্তির অঙ্গুলিহেলনে বিশেষসক্ষম ব্যক্তিও দৈনন্দিন কাজে সক্ষম হয়ে উঠবেন। বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ব্যবহার করা হাইটেক হুইলচেয়ারের অনুপ্রেরণায় অভিনব হুইলচেয়ার বানিয়ে তাক লাগাল হাওড়ার দুই স্কুল পড়ুয়া।
ডোমজুড়ের বেগড়ি হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র অয়ন দাস ও প্লাবন পাল। সম্প্রতি সল্টলেকে আয়োজিত ২৮তম জাতীয় বিজ্ঞান প্রদর্শনীতে তাদের এই আবিষ্কার প্রথম স্থান দখল করেছে। ২৮ তম জাতীয় বিজ্ঞান প্রদর্শনীতে একশোটিরও বেশি স্কুলের পড়ুয়ারা অংশ নেয়|
অভিনব এই হুইলচেয়ারের বৈশিষ্ট্য হল হাত, পা, এমনকি চোখের মণি দিয়েও নিয়ন্ত্রণ করতে পারবেন এই চেয়ার। শারীরিক সমস্যা হলে সংযুক্ত মোবাইলে পৌঁছে যাবে অ্যালার্ট মেসেজ। এই হুইল চেয়ারে বসে ব্যবহারকারী টিভি, আলো, পাখার মতো গৃহস্থালির যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবেন। ১২ ভোল্ট ব্যাটারিতেই চলবে গোটা সিস্টেম। ১৫ হাজার টাকার মধ্যেই তৈরি করা যাবেএমন একটি চেয়ার। অয়ন ও প্লাবন জানান, এই হুইল চেয়ার তৈরি করতে সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। তবে সংখ্যায় বেশি হলে এটি ১২ হাজার টাকাতেও তৈরি করা সম্ভব। জেলা স্কুল পরিদর্শক আসানুল করিম বলেন, ‘জাতীয় বিজ্ঞান প্রদর্শনীতে জেলার এই প্রাপ্তি অত্যন্ত গর্বের।’ স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব গিরি বলেন, ‘সিনিয়র ও জুনিয়র দুই বিভাগেই আমাদের স্কুলের মডেল মূল পর্বে বিবেচিত হয়। দুই পড়ুয়ার এই সাফল্যে আমরা গর্বিত।’
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 03, 2025 4:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হুইল চেয়ারে থাকবে সেন্সর প্রযুক্তি! হাওড়ার দুই পড়ুয়ার অভাবনীয় কাজ... হাত-পা-চোখ দিয়ে করা যাবে নিয়ন্ত্রণ