Roof Collapsed: স্কুলে ক্লাস চলছিল পুরোদস্তুর...আচমকা হুড়মুড় করে ভেঙে পড়ল গোটা ঘরের ছাদ! সাংঘাতিক কাণ্ড

Last Updated:

স্কুলের প্রধান শিক্ষক জানান, গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় জল পড়ছিল। তাই ওই ঘরে কোনও ক্লাস নেওয়া হচ্ছিল না। স্কুল খোলার পরেই হঠাৎ করে ছাদ ভেঙে পড়ে। সমস্ত দফতরে আগে থেকেই জানানো ছিল স্কুলের বেহাল দশা। প্রশাসনের পক্ষ থেকে আস্বস্ত করা হয়েছে ব্যবস্থা নেওয়া হবে।

News18
News18
সোমনাথ ঘোষ, বলাগড়: পাঁচ দিন আগেও ক্লাস হয়েছে যে ঘরে, সেই ঘরের ছাদ ভেঙে পড়ল হুড়মুড় করে। বরাত জোরে রক্ষা পেল পড়ুয়ারা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা বলাগড়ের নিশ্চিতপুর জুনিয়ার বেসিক স্কুলের।
স্বাধীনতার আগে তৈরি হয়েছিল এই স্কুল। নয় নয় করে বয়স অনেক হল। যত্নের অভাবে স্বাস্থ্য খারাপ হয়েছে অনেকটাই। সংস্কার হয় না প্রায় বহু দিন। শিক্ষা দফতর-সহ সংশ্লিষ্ট সব জায়গায় জানানো হলেও কাজ হয়নি বলে অভিযোগ। বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের নিশ্চিতপুর স্কুলের ছাদ ভাঙার খবর পেয়ে গিয়েছিলেন বলাগড় বিডিও শিক্ষা দফতরের এসআই। অভিভাবকেরা রীতিমতো ক্ষুব্ধ এর জেরে। তাঁদের প্রশ্ন, কোন নিরাপত্তায় তাঁরা বাচ্চাদের স্কুলে পাঠাবেন?
advertisement
advertisement
স্কুলের প্রধান শিক্ষক জানান, গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় জল পড়ছিল। তাই ওই ঘরে কোনও ক্লাস নেওয়া হচ্ছিল না। স্কুল খোলার পরেই হঠাৎ করে ছাদ ভেঙে পড়ে। সমস্ত দফতরে আগে থেকেই জানানো ছিল স্কুলের বেহাল দশা। প্রশাসনের পক্ষ থেকে আস্বস্ত করা হয়েছে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Roof Collapsed: স্কুলে ক্লাস চলছিল পুরোদস্তুর...আচমকা হুড়মুড় করে ভেঙে পড়ল গোটা ঘরের ছাদ! সাংঘাতিক কাণ্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement