School Reopnes: প্রথমদিনেই মর্মান্তিক ঘটনা, স্কুলে গিয়ে ভাগিরথীতে তলিয়ে গেল ক্লাস ৯-র পড়ুয়া
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
স্কুল খোলার (School Reopens) প্রথম দিন স্কুলের ইউনিফর্ম পরে বিপ্রজিত কয়েকজন বন্ধুর সঙ্গে চলে গিয়েছিল গঙ্গার ঘাটে।
#নদিয়া: স্কুল খোলার (School Reopens) প্রথম দিনেই ভাগীরথীর জলে তলিয়ে গেল দশম শ্রেণীর এক স্কুল ছাত্র। মঙ্গলবার ঘটনাটি ঘটে নদিয়ার (Nadia) শান্তিপুর (Shantipur) থানা এলাকার ফুলিয়া বয়রা ঘাটে। নিখোঁজ ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। নিখোঁজ ছাত্রের নাম বিপ্রজিৎ গড়াই। বয়স ১৫ বছর। ফুলিয়া শিক্ষানিকেতন স্কুলের দশম শ্রেণীর ছাত্র বিপ্রজিৎ গড়াই।
স্কুল খোলার (School Reopens) প্রথম দিন স্কুলের ইউনিফর্ম পরে বিপ্রজিত কয়েকজন বন্ধুর সঙ্গে চলে গিয়েছিল গঙ্গার ঘাটে। সেখানে ঘাটে ইউনিফর্ম খুলে রেখে বন্ধুদের সঙ্গে গামছা পরে গঙ্গায় স্নান করতে নেমেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ভাগীরথীর জলে নামার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায় বিপ্রজিৎ। বন্ধুকে গঙ্গায় তলিয়ে যেতে দেখে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তার বন্ধুরা। এলাকাবাসী তাদের ধরে জিজ্ঞাসাবাদ করে।
advertisement
আরও পড়ুন - College Fees Due: বকেয়া কলেজের মাইনে, রোজের মজুরিতে শ্রমিকের কাজ তরুণী মেধাবী Student-র
advertisement
শান্তিপুর থানায় খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিখোঁজ ওই ছাত্রের স্কুল ব্যাগ, চটি উদ্ধার করে। ভাগীরথীর জলে তলিয়ে যাওয়া ছাত্রের খোঁজ শুরু হয়েছে। তবে স্কুলে আদৌ বিপ্রজিৎ গিয়েছিল কিনা তা এখনো জানা যায়নি। পুলিশ জানার চেষ্টা করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2021 4:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
School Reopnes: প্রথমদিনেই মর্মান্তিক ঘটনা, স্কুলে গিয়ে ভাগিরথীতে তলিয়ে গেল ক্লাস ৯-র পড়ুয়া