আর্থিক সংকটে চিকিৎসক হতে পারেননি বাবা, অপূর্ণ সাধ মেটাতে বদ্ধপরিকর মাধ্যমিকে দশম চয়নিকা মুর্মু
- Published by:Shubhagata Dey
Last Updated:
মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করেছে চয়নিকা মুর্মু। তার প্রাপ্ত নম্বর ৬৮৩।
#বেলডাঙা: বাড়ির আর্থিক অবস্থা ভাল ছিল না। তাই মেধাবী ছাত্র হয়েও ডাক্তারি পড়া হয়নি বাবার। সেই অপূর্ণ সাধ পূরণ করতে তাই বদ্ধপরিকর বেলডাঙার চয়নিকা।
মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করেছে চয়নিকা মুর্মু। তার প্রাপ্ত নম্বর ৬৮৩। বেলডাঙার প্রণব আনন্দ বিদ্যাপীঠ থেকে চয়নিকা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। কোন বাধাধরা নিয়ম নয়, পড়াশোনা করতে যতক্ষণ ভাল লাগত, ততক্ষনই পড়ত চয়নিকা।
চয়নিকার বাবা স্কুলের শিক্ষক। ছোটবেলায় পড়াশুনায় তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। কিন্তু অর্থের অভাবে চিকিৎসক হতে পারেননি। আর সেই কারণেই চয়নিকা চিকিৎসক হতে চায়। অনেক রাত পর্যন্ত পড়াশুনা করলে, সবসময় পাশে বসে থাকত বাবা, জানিয়েছে চয়নিকা।
advertisement
advertisement
তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত চয়নিকা। পিছিয়ে পড়া সম্প্রদায়ভুক্ত হয়েও সে যেভাবে মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নিয়েছে, তাতে তার প্রতিবেশী থেকে পরিজন সকলেই অভিনন্দন অত্যন্ত খুশি। চয়নিকা জানিয়েছে, বাবা ভাল ছাত্র হলেও টাকার অভাবে ডাক্তারি পড়তে পারেনি। তাই সে বাবার সেই সাধ পূর্ণ করতে চায়। বড় হয়ে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করতে চায় চয়নিকা।
advertisement
Pranab Kumar Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 15, 2020 8:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আর্থিক সংকটে চিকিৎসক হতে পারেননি বাবা, অপূর্ণ সাধ মেটাতে বদ্ধপরিকর মাধ্যমিকে দশম চয়নিকা মুর্মু