Sawan 2023: বাসের মধ্যে ওঁরা কারা? টিকিট কাটছেন কে? ছুটতে ছুটতে হাজির গ্রামবাসীরা, অবাক কাণ্ড বক্রেশ্বরে

Last Updated:

Sawan Somvar 2023: বাসে করে শিব তাঁর পরিবার নিয়ে জল ঢালতে এলেন বীরভূমের বক্রেশ্বরে। এমন অভিনব সাজসজ্জায় শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢাললেন সিউড়ি বড় বাগান নিউ স্টার ক্লাবের একদল ভক্ত।

শ্রাবণ সোমবার।
শ্রাবণ সোমবার।
সিউড়িঃ বাসে করে শিব তাঁর পরিবার নিয়ে জল ঢালতে এলেন বীরভূমের বক্রেশ্বরে। এমন অভিনব সাজসজ্জায় শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢাললেন সিউড়ি বড় বাগান নিউ স্টার ক্লাবের একদল ভক্ত। শ্রাবণ মাস পরতেই বিভিন্ন এলাকা থেকে পায়ে হেঁটে ভক্তরা মন্দিরে মন্দিরে যান শিবের মাথায় জল ঢালতে। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, শিবের মাথায় জল ঢালার শেষ দিন। গতকাল সকাল থেকেই জল ঢালতে ভক্তরা দূর-দূরান্ত থেকে ছুটছেন।
ভক্তরা যে যেমন ইচ্ছা সেজে জল ঢালতে যাচ্ছেন। অন্যরকম চিত্র দেখা গেল বীরভূমের বক্রেশ্বর শিব মন্দিরে। সিউড়ি বড় বাগানের নিউ স্টার ক্লাবের একদল ভক্ত যান জল ঢালতে। তাঁদের ভাবনার ছোঁয়াও রয়েছে অন্যরকম।
আরও পড়ুনঃ তুমুল ঝড়-বৃষ্টিতে তোলপাড়, দক্ষিণের ‘এই’ জেলাগুলিতে কমলা সতর্কতা জারি
সিউড়ি থেকে রথের আকারে একটা বাস তৈরি করে নিয়ে যান ভক্তরা। যেটা দড়ি দিয়ে টানা হচ্ছে। বাস চালাচ্ছেন স্বয়ং শিব এবং কন্ডাক্টর ছিলেন গণেশ। বাকি দেবদেবীরা বসে ছিলেন বাসের সিটে। প্রত্যেক বছর নিত্যনতুন ভাবনায় তাঁরা গত ১০ বছর ধরে বক্রেশ্বর শিব মন্দিরে জল ঢালেন।
advertisement
advertisement
ক্লাব সদস্যরা বলেন, মানুষের বর্তমান সময়ের ভাবনার সঙ্গে তাঁরা সবই বদলে ফেলেছেন, যাতে মানুষের ভাল লাগে। আগামীতেও আরও ভাল কিছুর ভাবনা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। নিউ স্টার ক্লাবের এক সদস্য জানান, “আমরা প্রায় ১০-১৫ বছর ধরে বক্রেশ্বরে জল ঢালতে যাই। তবে প্রত্যেক বছর আমাদের নতুন নতুন থিম থাকে। কোনও বছর আমরা শিবের মূর্তি বানিয়ে কাঁধে করে জল ঢালতে যাই, আগের বছর মা তারার মূর্তি কাঁধে করে নিয়ে গেছিলাম। তবে এ বছর আমরা শিব-সহ শিবের গোটা পরিবার নিয়ে জল ঢালতে এসেছি। আমরা একটা বাসে করে এসেছি। বাস চালিয়েছেন স্বয়ং শিব। আগামী দিনে আরও নতুনের ভাবনা রয়েছে।”
advertisement
Supratim Das 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sawan 2023: বাসের মধ্যে ওঁরা কারা? টিকিট কাটছেন কে? ছুটতে ছুটতে হাজির গ্রামবাসীরা, অবাক কাণ্ড বক্রেশ্বরে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement