২৮ জুলাই সাঁতরাগাছি স্টেশনে বাতিল বহু লোকাল-প্যাসেঞ্জার ট্রেন, সমস্যার আশঙ্কায় যাত্রীরা
Last Updated:
#সাঁতরাগাছি: সাঁতরাগাছিতে নয়া ফুটব্রিজ সংস্কারের কাজ শুরু ও এই কারণে রবিবার, ২৮ জুলাই প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকতে চলেছে সাঁতরাগাছি স্টেশন । এই কারণে প্রায় ১৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে ।
এক নজরে দেখে নিন বাতিল হওয়া ট্রেনের তালিকা :
advertisement
একইসঙ্গে পরিবর্তিত হয়েছে একাধিক ট্রেনের সময়সূচিও ।
১২৮৬০-হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস ২৮ জুলাই রাত ৯টা ৫-এ হাওড়া থেকে ছাড়বে
১৮৪০৯-হাওড়া-পুরি শ্রী জগন্নাথ এক্সপ্রেস রাত ৯.৩০ এ হাওড়া থেকে ছাড়বে
১২৮১০ হাওড়া-মুম্বই সিএসএমটি মেল রাত ১০.৫০ এ হাওড়া থেকে ছাড়বে
advertisement
১২৮৬৩ হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস রাত ১১.০৫ এ হাওড়া থেকে ছাড়বে
১৮০০৫ হাওড়া জগদলপুর এক্সপ্রেস ২৯ জুলাই রাত ১.৩০ টায় হাওড়া থেকে ছাড়বে
১২১৩০ হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস২৯ জুলাই রাত ১২.১৫ এ হাওড়া থেকে ছাড়বে
১৮৬১৫ হাওড়া হাতিয়া ক্রিয়া যোগ এক্সপ্রেস ২৯ জুলাই রাত ১.৪৫ এ হাওড়া থেকে ছাড়বে
advertisement
১২৮৩৭ হাওড়া-পুরি এক্সপ্রেস ২৯ জুলাই রাত ১২.৪৫ হাওড়া থেকে ছাড়বে
১২১০৩ হাওড়া-এলটিটি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ২৯ জুলাই রাত ১.১৫ এ হাওড়া থেকে ছাড়বে
২২৮৫৫ সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস রাত ১০.১০ এ হাওড়া থেকে ছাড়বে
১২৯৫০ সাঁতরাগাছি-পোরবন্দর এক্সপ্রেস রাত ১০.৪৫ নাগাদ হাওড়া থেকে ছাড়বে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2019 10:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২৮ জুলাই সাঁতরাগাছি স্টেশনে বাতিল বহু লোকাল-প্যাসেঞ্জার ট্রেন, সমস্যার আশঙ্কায় যাত্রীরা