#বীরভূম : বীরভূম লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় প্রথম পর্যায়ের এই ট্রেন্ড পাওয়া যাচ্ছে ৷ ২০০৯ ও ২০১৪ লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি .
এই বার বীরভূম আসনে চতুর্মুখী লড়াই হতে চলেছে ৷ তবে মূল বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলের সঙ্গে তাঁর লড়াই হতে চলেছে ৷ একন দেখার বিষয় এটাই শেষ পর্যন্ত কী হতে চলেছে ৷
একাধিক বুথ ফেরৎ সমীক্ষায় এই ইঙ্গিতই পাওয়া গিয়েছে ৷ এবার সেই সমীক্ষায় দিকেই এগোচ্ছে ফলাফল আপাতত প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ৷ এটি অত্যন্ত প্রাথমিক প্রবণতা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elections 2019birbhum-s25p42, ElectionsWithNews18, Lok Sabha elections 2019, Verdic2019WithNews18