Saraswati Puja 2024: বাগদেবীর আরাধনায় সুন্দরবনে বারোয়ারি পুজো

Last Updated:

শুধুমাত্র দুর্গাপুজো‌ই যে ধুমধাম করে পালিত হয় তা নয়। উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার মামুদপুরে সরস্বতী পুজো উপলক্ষে এলাকায় যেন প্রতিযোগিতার ধুম পড়ে যায়

+
বাগদেবীর

বাগদেবীর আরাধনায় সুন্দরবনে যেন  উৎসবের মেজাজ

উত্তর ২৪ পরগনা: বাগদেবীর আরাধনায় সুন্দরবনে যেন উৎসবের মেজাজ। দুর্গাপুজোর মতই উৎসাহের সঙ্গে ধুমধাম করে পালিত হল সরস্বতী পুজো। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা এবং শিল্পের প্রতীক দেবী সরস্বতী। এদিন ঘরবাড়ি, মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রাণবন্ত সজ্জায় সজ্জিত করেন ভক্তরা। এছাড়া পাড়ায় পাড়ায় দুর্গাপুজোর মতই প্যান্ডেল করেও করা হয় সরস্বতী পুজো।
শুধুমাত্র দুর্গাপূজো‌ই যে ধুমধাম করে পালিত হয় তা নয়। উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার মামুদপুরে সরস্বতী পুজো উপলক্ষে এলাকায় যেন প্রতিযোগিতার ধুম পড়ে যায়। একাধিক পুজো কমিটির মধ্যে মণ্ডপ সজ্জা, কোথাও রাম মন্দিরের থিমে এলাহি আয়োজনে করা হয়েছে। পুজো কমিটিগুলো যেন অন্যের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অথচ এলাকায় একটা সময় মোটে দু-একটা সরস্বতী পুজো হত। ধীরে ধীরে পুজোর সংখ্যা বাড়ে। এভাবেই মামুদপুর এলাকায় সরস্বতী পুজোর চল বাড়তে থাকে। তারপর বছর যত গড়িয়েছে বেড়েছে পুজোর সংখ্যা। এখানে একাধিক মোড়ে বড় করে সরস্বতী পুজো হয়। বড় কয়েকটি ক্লাবের মণ্ডপে থিমের বাহার থাকে, বসে যায় মেলা। মামুদপুর ভাই ভাই সংঘের ক্লাবের বারোয়ারি সরস্বতী পুজোয় প্রান্তিক এলাকার মানুষের মধ্যে সাড়া পড়ে যায়। পাশেই সুন্দরবনের গৌড়েশ্বর নদী। বিসর্জনের দিন এলাকার হাজার হাজার মানুষের ভিড়ে মিলনক্ষেত্র তৈরি হয়। সব মিলিয়ে সুন্দরবন এলাকার মামুদপুরের সরস্বতী পুজোয় এলাকায় দুর্গাপুজোর মতই সাড়া ফেলে।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2024: বাগদেবীর আরাধনায় সুন্দরবনে বারোয়ারি পুজো
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement