করোনা মোকাবিলায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু জীবাণুনাশ

Last Updated:

হাসপাতালে মধ্যে এই ধরনের স্প্রে মানুষের মনে কিছুটা হলেও সাহস যোগাচ্ছে হাসপাতালে আসা রোগী এবং তাঁদের আত্মীয়দের।

#বীরভূমঃ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে শুরু জীবাণুমুক্তকরনের কাজ। একই সঙ্গে হাসপাতাল চত্বরে মশা -  মাছির উপদ্রব কমানোর জন্য রাসায়নিক স্প্রে করা হচ্ছে। সিউড়ি দমকলের একটি ইঞ্জিন এই রাসায়নিক স্প্রে করার কাজ করে  সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এর চারপাশের হাসপাতালের ভেতরে যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাতেই এই রাসায়নিক স্প্রে করা হয়।
করোনা আতঙ্কে রয়েছে সাধারন মানুষ তার মধ্যে হাসপাতালে মধ্যে এই ধরনের স্প্রে মানুষের মনে কিছুটা হলেও সাহস যোগাচ্ছে। উল্লেখ্য এই সুপার স্পেশালিটি হাসপাতালেরই আইসোলেশন ওয়ার্ডে বেশ কয়েকজন ভর্তি রয়েছে করোনা সন্দেহে।   যদিও তাদের রক্তের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এমত অবস্থায় হাসপাতালে চারপাশ পরিষ্কার রাখা দরকার বলে মনে করছে বীরভূম জেলা প্রশাসন। সেই মতো আজ থেকে শুরু হয়েছে রাসায়নিক স্প্রে করার কাজ। সপ্তাহে এক দিন অন্তর অন্তর এই রাসায়নিক স্প্রে করা হবে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। পাশাপাশি হাসপাতাল চত্বরে চলছে করোনা ভাইরাস সংক্রান্ত প্রচার সেখানেও মানুষকে বলা হচ্ছে আতঙ্কিত না হতে এবং সবসময় সতর্ক থাকতে।
advertisement
Supratim Das
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
করোনা মোকাবিলায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু জীবাণুনাশ
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement