East Bardhaman News: বুদ্ধ পূর্ণিমায় বিরাট কাণ্ড...! দামোদরের চরে গৌতম বুদ্ধ! দেখতে ছুটে এল দূর-দূরান্তের মানুষ
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Bardhaman News: সংঘাত পরিস্থিতিতে শান্তির বার্তা! শান্তির বার্তা দেওয়ার জন্য বর্ধমানে যা হল জানলে ভাল লাগবে সকলেরই।
পূর্ব বর্ধমান: সংঘাত পরিস্থিতিতে শান্তির বার্তা! শান্তির বার্তা দেওয়ার জন্য বর্ধমানে যা হল জানলে ভাল লাগবে সকলেরই। বর্ধমানে একাধিক শিল্পী মিলে তুলে ধরলেন এক বিশেষ শিল্পকর্ম। আর এই শিল্পকর্মের মধ্য দিয়েই শিল্পীরা ছড়িয়ে দিতে চাইছেন শান্তির বার্তা। সকলেই জানি আজ বুদ্ধ পূর্ণিমা। হিন্দু ধর্মে বুদ্ধ পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে এবং এই শুভ উৎসব ১২মে অর্থাৎ আজ সোমবার। প্রতিবছর বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালিত হয়।
পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। তাই বৈশাখ পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয়। আর বুদ্ধ পূর্ণিমার এই বিশেষ দিনেই একাধিক শিল্পী মিলে বালি দিয়ে তৈরি করলেন গৌতম বুদ্ধের মূর্তি। এই বিষয়ে শিল্পী রঙ্গজীব রায় বলেন, চারিদিকে সংঘাত পরিস্থিতি, ‘আমাদের সমাজের মধ্যেও একটা অশান্তি রয়েছে। তাই বুদ্ধ পূর্ণিমার দিনে শান্তির বার্তা দিতে এই বুদ্ধ মূর্তি আমরা তৈরি করেছি।’
advertisement
advertisement
পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে দামোদর নদের চর। যেখানে বালির কোনও কমতি নেই। আর সেই দামোদরের বালির চরের মধ্যেই বালি দিয়ে তৈরি করা হল বুদ্ধ মূর্তি। জেলা ছাড়াও এই মূর্তি তৈরির কাজে হাত লাগিয়েছেন ভিন জেলার শিল্পীরাও। পূর্ব বর্ধমান, হুগলি, নদীয়া-সহ আরও বেশ কিছু জেলার প্রায় ১৫ থেকে ২০ জন শিল্পী মিলে তৈরি করেছেন এই স্যান্ড আর্ট। শিল্পী সুস্মিতা রায় জানিয়েছেন, ‘শুধুমাত্র বালি দিয়েই এই শিল্পকর্ম তৈরি হয়েছে। শান্তির বার্তা দিতেই আমাদের সকলের এহেন উদ্যোগ।’
advertisement
শুধুমাত্র বালি আর জল দিয়ে এই সুন্দর বুদ্ধ মূর্তিটি তৈরি করা হয়েছে। মূর্তি তৈরিতে সময় লেগেছে প্রায় কয়েক ঘণ্টা। বর্ধমানের শিল্পী রঙ্গজীব রায় এর আগেও দামোদরের চরে একাধিক শিল্পকর্ম তুলে ধরেছেন। তবে এবার তার তত্ত্বাবধানে বুদ্ধ পূর্ণিমায় তৈরি এহেন শিল্পকর্ম সত্যিই অভিনব।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2025 5:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বুদ্ধ পূর্ণিমায় বিরাট কাণ্ড...! দামোদরের চরে গৌতম বুদ্ধ! দেখতে ছুটে এল দূর-দূরান্তের মানুষ