Durga Puja 2025: বাংলার বুকে থাইল্যান্ডের মিউজিয়াম! বিগ বাজেট পুজোয় উপচে পড়া ভিড়, কোথায় তৈরি হয়েছে এই প্যান্ডেল?

Last Updated:

Durga Puja 2025: থাইল্যান্ডের মিউজিয়াম 'স্যাংচুয়ারি অফ ট্রুথ'এর আদলে দুর্গাপুজো মণ্ডপ। পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। দুর্গাপুরের বুকে এই প্যান্ডেল তৈরি হয়েছে।

+
থাই

থাই মিউজিয়ামের আদলে তৈরি দুর্গাপুজো প্যান্ডেল

দুর্গাপুর, দীপিকা সরকারঃ পুজোর চমক থাইল্যান্ডের চোখধাঁধানো মিউজিয়াম ‘স্যাংচুয়ারি অফ ট্রুথ’। এই মণ্ডপ দেখতে দর্শনার্থীরা দলে দলে এসে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ভিড় জমাচ্ছেন। এখানকার অন্যতম বিগ বাজেট পুজো মার্কনি দক্ষিণ পল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটির থিমে প্রতিবছরই অভিনবত্বের ছোঁয়া থাকে। এবারও থাইল্যান্ডের এই মিউজিয়ামের আদলে নজরকাড়া মণ্ডপসজ্জা গড়ে উঠেছে। প্রায় ১১০ ফুট উচ্চতার কাঠের তৈরি অসাধারণ কারুকার্যে ভরা ওই বিশাল মিউজিয়াম দেখতে তৃতীয়া থেকেই মণ্ডপে উপচে পড়া ভিড়। প্রায় তিন হাজার স্কোয়্যার ফুট এলাকাজুড়ে ওই আকর্ষণীয় মণ্ডপ গড়ে উঠেছে। বিশালাকার থাই কারুকার্যে ভরপুর ওই মণ্ডপ গড়ে তুলেছেন মেদিনীপুরের কাাঁথির সুখ্যত শিল্পী সুতনু মাইতি।
পুজো উদ্যোক্তাদের দাবি, চোখধাঁধানো মণ্ডপের পাশাপাশি আকর্ষণীয় দুর্গা প্রতিমা ও আলোকসজ্জা দর্শনার্থীদের আকৃষ্ট করছে। প্রতি বছরের মতো এই বছরও তাঁদের আকর্ষণীয় থিম দর্শনার্থীদের নজর কাড়ছে। পুজো উদ্যোক্তা সূত্রে জানা গিয়েছে, গতবার কর্ণাটকের হাসন জেলার চেন্নাকেশব বিষ্ণু মন্দিরের আদলে মণ্ডপ গড়ে তাক লাগিয়েছিলেন তাঁরা। মণ্ডপ ও আলোকসজ্জা দর্শনার্থীদের মুগ্ধ করেছিল। তৃতীয়া থেকে দিনরাত উপচে পড়া ভিড় হয়েছিল। এবারের মণ্ডপ থাইল্যান্ডের পাটায়ায় অবস্থিত একটি অসমাপ্ত মিউজিয়াম ‘স্যাংচুয়ারি অব ট্রুথ’-এর অনুকরণে তৈরি হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ তালপাতা, নারকেল ছোবড়া, গাছের ছাল..! ফেলে দেওয়া জিনিস দিয়ে সাজানো প্যান্ডেল, আসানসোলের পুজোয় দর্শনার্থীদের ভিড়
১৯৮১ সালে ওই মিউজিয়ামের নকশা করেছিলেন থাই ব্যবসায়ী লেক ভিরিয়াফান। ১৩ হেক্টর জমির উপর অবস্থিত এই মিউজিয়াম একটি মন্দির এবং একটি দুর্গের সংমিশ্রণে নির্মাণ করা হয়েছে। বর্তমানে ওই নির্মাণাধীন মিউজিয়ামে কেবল কাঠের খোদাই করা মূর্তি এবং ভাস্কর্য রয়েছে।
advertisement
advertisement
দুর্গাপুরের এই মণ্ডপ তৈরি করতে বাঁশ, প্লাইউড, কাঠ, বালি ও কাঠের গুঁড়ো সহ সমস্ত পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করা হয়েছে। কাঠের কারুকার্যময় মণ্ডপের অন্দরমহলে বাটি, চামচ ও স্টিলের সরঞ্জাম দিয়ে তৈরি নানান নকশা রয়েছে। পুজো কমিটির যুগ্ম সম্পাদক দেবাশিস তা ও অশোক ভট্টাচার্য জানান, এই বছর তাঁদের পুজো ৬৫ তম বর্ষে পদার্পণ করেছে। বিশালাকার এই মণ্ডপে সূক্ষ কারুকার্য ও নকশা থাকায় মণ্ডপ তৈরিতে প্রায় তিন-চার মাস সময় লেগেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতি বছরের মতো এবারও প্রতিমার মধ্যে আধুনিকতার ছোঁয়া রয়েছে। প্রতিমার উচ্চতা প্রায় ১৬ ফুট। দুর্গাপুরের সুখ্যাত মৃৎশিল্পী অরুণ পাল প্রতিমা গড়েছেন। আলোকসজ্জার মধ্যেও বিশেষত্ব রয়েছে। পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। তৃতীয়ার দিন উদ্বোধন হয়েছে। দুর্গাপুরের এই পুজো কমিটি এখনও অবধি আটবার বিশ্ববাংলা সেরার শিরোপা পেয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বাংলার বুকে থাইল্যান্ডের মিউজিয়াম! বিগ বাজেট পুজোয় উপচে পড়া ভিড়, কোথায় তৈরি হয়েছে এই প্যান্ডেল?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement