Bangla News: জাতীয় সড়কের উপরেই রমরমিয়ে চলছিল...! পুলিশ গিয়ে যা দেখল, হতবাক সকলে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Bangla News: ব্যবসায়ীকে লোহার রড দেওয়ার নাম করে মারধর করে ৬ লক্ষ টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে ১ সিভিল ইঞ্জিনিয়ার-সহ ২ জনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার পুলিশ।
পূর্ব বর্ধমান: প্রথমে বলা হয়েছিল কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে লোহার রড বোঝাই ট্রাক। সব রড দিয়ে দেওয়া হবে একরকম জলের দরে। তাদের প্রস্তাবে রাজি হন ব্যবসায়ী। তুলে দেন ৬ লাখ টাকা। তা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তারপর? খোঁজ মিলল সেই দুষ্কৃতীদের?
ব্যবসায়ীকে লোহার রড দেওয়ার নাম করে মারধর করে ৬ লক্ষ টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে ১ সিভিল ইঞ্জিনিয়ার-সহ ২ জনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার পুলিশ। কম পয়সায় লোহার রড দেওয়ার নাম করে জোর করে, মারধর করে ৬ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। শক্তিগড় থানার বড়শুল মোড় এলাকায় ১৯ নং জাতীয় সড়ক থেকে টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। ঘটনায় গ্রেফতার এক সিভিল ইঞ্জিনিয়ার-সহ ২ জন।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ শে ফেব্রুয়ারি এক ব্যবসায়ীর সঙ্গে কম পয়সায় লোহার রড দেবে বলে চুক্তি করে অভিযুক্ত দুষ্কৃতকারীরা।দুষ্কৃতিরা ব্যবসায়ীর সঙ্গে ৬ লক্ষ টাকায় রফাও করে। সেইমতো টাকা নিয়ে শক্তিগড় জাতীয় সড়ক বড়শুলে আসে ব্যবসায়ী।এরপরই দুষ্কৃতিরা জাতীয় সড়কের সার্ভিস লেনে লোহার রড ভর্তি ট্রাক দাঁড়িয়ে আছে বলে টাকা ভর্তি ব্যাগটি ব্যবসায়ীর কাছ থেকে জোর করে মারধর করে ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ঘটনার পর ব্যবসায়ী শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেন।
advertisement
পরদিন আর এক ব্যবসায়ীকে টোপ দিয়ে টাকা হাতাতে এলে গোপন সূত্রে খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ জাতীয় সড়ক থেকে সিভিল ইঞ্জিনিয়ার-সহ দু’জনকে গ্রেফতার করে। তাদের ব্যবহার করা চারচাকা গাড়ি ও চারটে মোবাইল ফোন ও সিম বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজ তাদের বর্ধমান আদালতে পেশ করে শক্তিগড় থানার পুলিশ।
advertisement
এক তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন, একটি চক্র এই ধরণের প্রতারণা করছে বলে অভিযোগ মিলেছিল। প্রথমে চক্রটিকে চিহ্নিত করা হয়। এরপর তারা যখন একইভাবে প্রতারণার ছক করেছিল তখন সাধারণ পোশাকের পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2025 4:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: জাতীয় সড়কের উপরেই রমরমিয়ে চলছিল...! পুলিশ গিয়ে যা দেখল, হতবাক সকলে