Bangla News: সাঁইথিয়ার নন্দীকেশ্বরী মন্দিরের অনেক ইতিহাস, ঐতিহ্যের কারণ জানুন এক ক্লিকে...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SOUVIK ROY
Last Updated:
Bangla News: সাঁইথিয়া নন্দীকেশ্বরী মন্দিরের ঐতিহ্যবাহী ইতিহাস, পুরো বিষয়টি জানুন এক ক্লিকে...
বীরভূম: কাহিনী অনুসারে এবং প্রচলিত লোককথা অনুসারে জানা যায়, সাধক বামাক্ষ্যাপা এই মন্দিরে পুজো দিয়ে সিদ্ধিলাভ করেন। বীরভূমের মধ্যে অবস্থিত পাঁচটি সতীপীঠের মধ্যে অন্যতম এই নন্দীকেশ্বরী শক্তিপীঠ। বীরভূমের সাঁইথিয়া স্টেশন থেকে পায়ে হেঁটে ১ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মন্দির। মন্দির থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ময়ূরাক্ষী নদী। জানা যায়, সাঁইথিয়া জায়গাটি আগে নন্দীপুর নামে পরিচিত ছিল সবার কাছে। প্রচলিত জনশ্রুতি অনুসারে দেবী নন্দীকেশ্বরীর নাম অনুসারে এই শহরের নাম হয়েছিল নন্দীপুর।
এই মন্দির গুলি পরবর্তীতে নির্মাণ করা হয়, ৮০ দশকের সাঁইথিয়া শহরের ব্যবসায়ীরা সতীপীঠ নন্দিকেশ্বরীর অনেক সংস্কার করে বর্তমান যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি গড়ে তুলেছেন। একটি বিশাল বড় বটগাছ ছাতার মতঘিরে রেখেছে মন্দিরের প্রাঙ্গণকে। এখানে দেবী মূর্তি বলতে গেলে আছে শুধুমাত্র একটি পাথর। পাথরের গায়ে রয়েছে দেবীর তিনটি চোখ আর মাথায় মুকুট।
advertisement
আরও পড়ুনঃ সরস্বতী পুজো পণ্ড হবে শীত-বৃষ্টিতে? ৮ জেলায় শৈত্য প্রবাহ, এল মেগা সতর্কতা
মুকুটটি রূপালি এবং তিনটি চোখ সোনালি, যদিও মায়ের মূর্তিটি কালো পাথরের কিন্তু বর্তমানে এর রং প্রায় লাল বলাই যায়। কারণ ভক্তরা প্রার্থনার জন্য পাথরের গায়ে সিঁদুর দিয়ে থাকেন আর তার ফলে দিন বদলের সঙ্গে সঙ্গে পাথরটি সম্পূর্ণ লাল আকার ধারণ করেছে।
advertisement
advertisement
বীরভূমের মধ্যে বিভিন্নগ্রন্থাগার রয়েছে, সেখানে ডক্টর আদিত্য মুখোপাধ্যায় এবং দেবাশীষ সাহার সম্পাদনায় লিখিত সাঁইথিয়ার ইতিহাস বইটি পড়লেই আপনি জানতে পারবেন বর্তমানে সাঁইথিয়া আগে কি নামে পরিচিত ছিল। কেনই বা তার নাম পরিবর্তন হয়েছে আর সেখানকার মা নন্দীকেশ্বরী মন্দিরের কি ইতিহাস রয়েছে, তাও জানতে পারবেন।
অনেকেই রয়েছেন যারা বিভিন্ন বিখ্যাত জায়গার ইতিহাস নিয়ে গবেষণা করেন। তারা খোঁজ করে থাকেন এই সমস্ত বইয়ের। তাদের ক্ষেত্রে এই বই বেশ সহায়ক হবে বলেই মনে করেন গ্রন্থাগারের কর্মীরা। এ ছাড়াও বীরভূমের তারাপীঠ সমেত অন্যান্য জায়গারও তথ্য মিলবে এই বইয়ে।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2024 2:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: সাঁইথিয়ার নন্দীকেশ্বরী মন্দিরের অনেক ইতিহাস, ঐতিহ্যের কারণ জানুন এক ক্লিকে...