South 24 Parganas News: পরিষ্কার পরিচ্ছন্নতায় নজির গড়ল সাগর ব্লক! মিলল স্যানিটাইজেশন চ্যাম্পিয়ন আওয়ার্ড
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
রাজ্য সরকারের কাছ থেকে সাগর ব্লক পেল স্যানিটাইজেশন চ্যাম্পিয়ন আওয়ার্ড। ১০০ শতাংশ স্বচ্ছতার নিরিখে প্রথম সারির ব্লকগুলির মধ্যে অন্তর্ভুক্ত হল সাগর ব্লকের নাম।
গঙ্গাসাগর: পরিষ্কার পরিচ্ছন্নতায় নজির গড়ল সাগর ব্লক। রাজ্য সরকারের কাছ থেকে এই ব্লক পেল স্যানিটাইজেশন চ্যাম্পিয়ন আওয়ার্ড। যার ফলে খুশি সকলেই। নির্মল গ্রাম এবং ১০০ শতাংশ স্বচ্ছতার নিরিখে প্রথম সারির ব্লকগুলির মধ্যে অন্তর্ভুক্ত হল সাগর ব্লকের নাম। সরকারের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়ার পর উচ্ছ্বসিত দ্বীপ এলাকার বাসিন্দারা।
প্রতিবছর গঙ্গাসাগর মেলার সময় দেশ-বিদেশ থেকে কয়েক লক্ষ পুন্যার্থীরা গঙ্গাসাগরে পুণ্য অর্জনের আশায় ভিড় জমায়। পুণ্যার্থীদের ফেলে দেওয়া বর্জ্যকে সঠিক পর্যায়ে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার কর্মযজ্ঞ এবং সাগর ব্লকের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার যে কাজ বেশ কয়েক বছর ধরে চালিয়ে যাচ্ছে সাগর ব্লক প্রশাসন, সেই মহতি কর্মযজ্ঞের এই স্বীকৃতি। এই প্রথম সাগর ব্লক স্বচ্ছ ব্লক হিসাবে রাজ্য সরকারের পঞ্চায়েত দফতরের কাছে স্বীকৃতি লাভ করে।
advertisement
advertisement
এই পুরষ্কার নিয়ে সাগরের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কানাইয়া কুমার রাও জানান, প্রতিবছর রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে সাগর ব্লককে নির্মল ব্লক গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকার কর্মযজ্ঞ চালানো হচ্ছে। গঙ্গাসাগর মেলা থেকে আমাদের এই কর্মযজ্ঞ শুরু হয়ে যায় বিভিন্ন প্রকার বর্জ্যকে রিসাইকেল করে তোলার যে কাজ হয়, সেই কাজ সারা বছর চলে। এছাড়াও এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
প্রতিদিনই এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে ব্লকের পক্ষ থেকে বৈঠক করা হয় কিভাবে সাগর ব্লককে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্বচ্ছ রাখা যায় সেই বিষয় আমাদের প্রতিনিয়ত নজরদারি চলে। বেশ কয়েকটি প্রকল্প আগামী দিনে বাস্তবায়িত করার জন্য এই পুরস্কার অনেক উৎসাহিত করবে। প্রতিবছর রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের ব্লক গুলিকে বিভিন্ন প্রকার পুরস্কার দেওয়া হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2025 4:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: পরিষ্কার পরিচ্ছন্নতায় নজির গড়ল সাগর ব্লক! মিলল স্যানিটাইজেশন চ্যাম্পিয়ন আওয়ার্ড