Saayoni Ghosh: দিদির মতো সাজ-দিদির মতো কাজ! টিকিট পেতেই বারুইপুরে প্রিয় খাবার 'রান্না' সায়নীর, দেখুন

Last Updated:

Saayoni Ghosh: স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের স্টলে তাঁর পছন্দেরও খাবার দেখতে পেয়েই হঠাৎ তাঁদের সঙ্গে হাত লাগালেন সায়নী ঘোষ।

+
মোমো

মোমো বানাচ্ছেন সায়নী ঘোষ

দক্ষিণ ২৪ পরগনা: তিনি ভালবাসেন মোমো খেতে, স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের স্টলে তাঁর পছন্দেরও খাবার দেখতে পেয়েই হঠাৎই তাঁদের সঙ্গে হাত লাগালেন মোমো বানাতে। ঝটপট বানিয়ে ফেললেন মোমো। নিজেও খেলেন এবং বাকিদেরও খাওয়ালেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই যেন এভাবে প্রচারের অনুপ্রেরণা পেয়েছেন সায়নী।
তার পাশাপাশি তাঁদেরকে উৎসাহ দিতেই এমন উদ্যোগ বলে তিনি জানিয়েছেন। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। বিজেপি তৃণমূল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। তবে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে দুই দল। ‌‌আর এবারে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। আর তিনি বারুইপুরে প্রচারে এসে মোমো তৈরি করলেন।
advertisement
আরও পড়ুন: প্রাক্তন রেডিও জকি এই বাঙালি সুন্দরীকে চেনেন? সোনু নিগমের সঙ্গে রয়েছে গভীর যোগ!
প্রথমে বারুইপুর পশ্চিম বিধানসভার বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষকে বারুইপুর পৌরসভার সমস্ত কাউন্সিলর, বারুইপুর পশ্চিম বিধানসভার সমস্ত পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির সঙ্গে পরিচয় করালেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রার্থী পরিচিতির পর সেখানে একটি সাংগঠনিক বৈঠকও হয়। তারপর বারুইপুর কাছারি বাজার থেকে পদ্মপুকুর মোড় পর্যন্ত একটি র‍্যালিও করা হয় বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
advertisement
advertisement
র‍্যালিতে পা মেলান যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পৌরসভার উপ পৌরপ্রধান গৌতম দাস ও অন্যান্য নেতৃবৃন্দ। তারপর যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দেওয়াল লিখন এর মধ্য দিয়ে প্রচার সারেন। এদিন বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত আহারে বাংলা রেস্টুরেন্টে নিজে হাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে মোমো তৈরি করেন প্রার্থী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জড়িয়ে ধরে উৎসাহ দেন তিনি।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saayoni Ghosh: দিদির মতো সাজ-দিদির মতো কাজ! টিকিট পেতেই বারুইপুরে প্রিয় খাবার 'রান্না' সায়নীর, দেখুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement