নিহত দলীয় নেতার বাড়িতে অবস্থান রূপার, ৩ দিন পরও অধরা অভিযুক্তরা

Last Updated:

নিহত দলীয় নেতার বাড়িতে অবস্থান রূপার, ৩ দিন পরও অধরা অভিযুক্তরা

#বারুইপুর : বারুইপুরে অবস্থান জারি রাখলেন রূপা গঙ্গোপাধ্যায়। নিহত বিজেপি কর্মী সৌমিত্র ঘোষালের খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ নিহতের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেন রূপা। গতকাল বারুইপুরে পৌঁছন বিজেপি সাংসদ। চব্বিশ ঘণ্টা কাটলেও সেখানেই রয়েছেন।
গত সোমবার বিকেলে বারুইপুরের সাউথ গড়িয়ায় খুন হন বিজেপি কর্মী সৌমিত্র ঘোষাল। চব্বিশ ঘণ্টা পর, বুধবার বিকেলে নিহত বুথ সভাপতির বাড়িতে যান দলের নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। অমিত শাহের রাজ্য সফরের শেষদিনে তাঁকে তেমন ভাবে দেখা যায়নি। বরং সহমর্মিতার বার্তা দিতে, সৌমিত্রর পরিবারের সঙ্গে দেখা করেন রূপা। তারপর থেকে সেখানেই অবস্থানে বসেছেন ওই বিজেপি সাংসদ।
advertisement
বৃহস্পতিবার সৌমিত্র ঘোষালের শ্রাদ্ধানুষ্ঠান পালিত হয়। তাতে যোগ দেন রূপা। দোষীদের গ্রেফতারের দাবিতে, এদিন বারুইপুরে পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। কয়েকজন কর্মীকে আটকও করা হয়। রাজনৈতিক মহলের একাংশের মত, রাজ্য সফরে এসে দলীয় নেতানেত্রীদের কাঠগড়ায় তুলেছেন খোদ বিজেপি সভাপতি অমিত শাহ। তাই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ তুলে আসলে প্রচারের আলো কাড়তে চাইছেন রূপা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নিহত দলীয় নেতার বাড়িতে অবস্থান রূপার, ৩ দিন পরও অধরা অভিযুক্তরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement