মেদিনীপুরে পুলিশি বাধার মুখে রূপা, হারালেন মেজাজ

Last Updated:

মেদিনীপুরে পুলিশি বাধার মুখে রূপা, হারালেন মেজাজ

#মেদিনীপুর: বুধবার থেকেই শুরু হয়ে গেল বৃহস্পতিবারের লালবাজার অভিযানের প্রস্তুতি ৷ এদিনই মেদিনীপুরে দেখা গেল বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের রুদ্র মূর্তি ৷ জেলার সার্কিট হাউসে ঢুকতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন বিজেপি নেত্রী ৷ মেজাজ হারিয়ে পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি ৷
এদিন বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ কর্মসূচি নিয়ে বৈঠকের জন্য মেদিনীপুরে যান মহিলা মোর্চার নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ৷ দলীয় কর্মীদের নিয়ে সার্কিট হাউসে বৈঠকের জন্য পৌঁছালে তাঁকে পুলিশ ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ ৷
বাধা পেয়ে ক্ষেপে উঠেন নেত্রী ৷ পুলিশকর্মীদের জানান, শুধুমাত্র মিটিংয়ের জন্যই তারা ভিতরে যেতে যান ৷ উত্তপ্ত বাদানুবাদ থেকে বচসা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে সেখানে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার সচিন মাক্কল ৷ তাঁর হস্তক্ষেপেই মিটে যায় সমস্যা ৷
advertisement
advertisement
তবে ভিতরে ঢুকেও ফের সমস্যায় পড়তে হয় নেত্রীকে ৷ মিটিংয়ের জন্য সভাকক্ষের দরজা খোলা নিয়ে ফের তৈরি হয় জটিলতা ৷
বামেদের পর বৃহস্পতিবার শক্তি পরীক্ষায় পথে নামছে গেরুয়া শিবির ৷ আইনশৃঙ্খলা ইস্যুতে বিজেপির লালবাজার অভিযান ৷ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট চারটি মিছিল করে আগামীকাল লালবাজার যাবে বিজেপি শীর্ষ নেতা সহ কর্মী-সমর্থকরা ৷
advertisement
বামেদের নবান্ন অভিযান ঘিরে যথেষ্ট অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি ৷ বিজেপির মিছিল ঘিরেও উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করছে রাজনৈতিক মহল ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেদিনীপুরে পুলিশি বাধার মুখে রূপা, হারালেন মেজাজ
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement