পুরুলিয়া পুলিশের বড় সাফল্য, ৪২ টন অবৈধ কয়লা সহ গ্রেফতার ২

Last Updated:

কয়লা পাচার বন্ধ করতে কড়া হাতে অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন। পুরুলিয়ার টাউন থানার বিশেষ অভিযানে উদ্ধার হল ৪২ টন অবৈধ কয়লা। 

৪২ টন কয়লা উদ্ধার পুরুলিয়ায়
৪২ টন কয়লা উদ্ধার পুরুলিয়ায়
পুরুলিয়া: রাজ্যে অবৈধ কয়লা পাচার রুখতে দীর্ঘ দিন ধরে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বেআইনি কারবার রুখতে তৎপর পুলিশ প্রশাসনও। পাচার কাণ্ড বন্ধ করতে লাগাতার অভিযান চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে অবৈধ কয়লা পাচার বন্ধ করে কয়লা পাচার চক্রকে নির্মূল করতে হবে। কয়লা পাচার রুখতে রাজ্যজুড়ে চলছে কড়া পুলিশি নজরদারি। ‌
এরই মাঝে বিশেষ অভিযান চালিয়ে পুরুলিয়া টাউন থানার পুলিশ বেআইনি কয়লা বোঝায় দুটি গাড়িকে আটক করল। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় দু-জনকে। দুটি লরিতে মোট ৪২ টন বেআইনি কয়লা ছিল। যার যথাযথ কোন বৈধ নথি ছিল না বলে জানা গিয়েছে। ধৃতদের মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ‌ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন বর্ধমানের বরাবরনি থানা এলাকার বাসিন্দা মোঃফিরোজ আনসারী ও বিহারের গোপালগঞ্জের বাসিন্দা রমেশ কুমার যাদব। তারা দুজনেই গাড়ির চালক।
advertisement
advertisement
উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। কয়লা পাচার রুখতে রাজ্যজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ- প্রশাসন। শুরু হয়েছে ধরপাকড়। কয়লা পাচার মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে বহু গণ্যমান্য ব্যক্তিদের। তাই কোন ভাবেই কয়লা পাচার চক্রেরকে মাথা তুলে দাঁড়াতে দিতে চান না পুলিশ প্রশাসন। বিশেষত ঝাড়খণ্ড পুরুলিয়া সীমান্ত গুলিতে থাকে কড়া পুলিশি নজরদারি। আগামী দিনেও এইভাবে অভিযান চালিয়ে কয়লা পাচার চক্র বন্ধ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ‌‌
advertisement
Sarmistha Banerjee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরুলিয়া পুলিশের বড় সাফল্য, ৪২ টন অবৈধ কয়লা সহ গ্রেফতার ২
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement