Home /News /south-bengal /
ভাগাড় কাণ্ডে ২ জনের ৫ বছরের জেল, ৬ জন বেকসুর খালাস

ভাগাড় কাণ্ডে ২ জনের ৫ বছরের জেল, ৬ জন বেকসুর খালাস

৬ জনকে বেকসুর খালাস করেছে আদালত৷ ভাগাড় কাণ্ড মামলায় আজ অর্থাত্‍‌ বুধবার রায় দিল বনগাঁ আদালত৷

 • Share this:

  #বনগাঁ: ভাগাড়ের মাংস মামলায় ২ জনকে ৫ বছরের হাজতবাসের রায় দিল বনগাঁ আদালত৷ ৬ জনকে বেকসুর খালাস করেছে আদালত৷ ভাগাড় কাণ্ড মামলায় আজ অর্থাত্‍‌ বুধবার রায় দিল বনগাঁ আদালত৷

  গত বছর ভাগাড়ের মরা ও পচা পশুর মাংস বিক্রির ব্যবসা প্রকাশ্যে এসেছিল পশ্চিমবঙ্গে৷ বহু হোটেল, রেস্তোরাঁয় অভিযান চালিয়ে দেখা যায়, ভাগাড়ের মাংস কম দামে কিনে দেদার রান্না চলছে৷ ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বাংলা৷ পচা মাংসের সঙ্গে সঙ্গে পচা মাছ বিক্রির অভিযোগ ৮ জনকে গ্রাফতার করেছিল সিআইডি ৷

  পরে ৮ জন ধৃতের মধ্যে ২ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল৷ বাকি ৬ জেলবন্দি ছিল৷ পুলিশি অভিযানে একাধিক বড় বড় রেস্তোরাঁর খাবার দাবার এসেছিল আতস কাঁচের নীচে ৷

  First published:

  Tags: Bongaon Court, Rotten meat

  পরবর্তী খবর