Flood Situation: ফুঁসছে রূপনারায়ণ,ভেঙেছে বাঁধ, জল ঢুকেছে গ্রামে ! বানভাসীর আতঙ্কে খানাকুলের গোটা গ্রাম 

Last Updated:

কিছু দিন থেকেই বিপদসীমার উপর দিয়ে বইছিল খানাকুলের রূপনারায়ণ নদ। সেই জলের চাপে বারবার ফাটল দেখা দিচ্ছিল বাঁধে। বাঁধ ভাঙল খানাকুলের বন্দরের জেলেপাড়া এলাকায় ।

+
খানাকুলের

খানাকুলের বন্দরবাজারে জল

হুগলি: দীর্ঘ চেষ্টার পরেও শেষ রক্ষা হল না, আবারও নদীর বাঁধ ভাঙল খানাকুলের বন্দরের জেলেপাড়া এলাকায় । প্লাবিত হল একাধিক গ্ৰাম। কিছু দিন থেকেই বিপদসীমার উপর দিয়ে বইছিল খানাকুলের রূপনারায়ণ নদ। সেই জলের চাপে বারবার ফাটল দেখা দিচ্ছিল বাঁধে। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রশাসনের উদ্যোগে চলছিল বাঁধ মেরামতির কাজ। তারপরে হল না শেষ রক্ষা। রূপনারায়ণ নদের জলের চাপে ভেঙে গেল খানাকুলের বন্দরের জেলে পাড়া এলাকায় নদী বাঁধ। জার জেরে প্লাবিত একাধিক গ্রাম।
পরিস্থিতি হাতের নাগালের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যাতে গ্রামবাসী নিরাপদ জায়গায় স্থানান্তরিত হয়। নদী বাঁধ ভেঙে যাওয়ার ফলে খানাকুলের বন্দর বাজার এলাকা জলের তলায়। জলের তলায় চলে যাচ্ছে মানুষের বাড়িঘর সহ চাষ জমি। ২০২১ সালের পর আবারও বানভাসি হওয়ারআতঙ্কে ভুগছে গ্রামবাসীরা।
advertisement
advertisement
এ বিষয়ে পানি এক বাসিন্দা জানান, প্রশাসনের তরফ থেকে ভাগে ভাগে অনেক চেষ্টা করা হয়েছিল বাঁধ মেরামতি করার। কিন্তু তাতে কোন লাভ হয়নি। বালির বস্তা দিয়ে কিছুটা পরিস্থিতির সামাল দেবার চেষ্টা চলছিল। সকালের দিকে নদী বাঁধের কানায় কানায় জল পরিপূর্ণ হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই জল বাঁধ ভেঙে ঢুকে পড়ে গ্রামের মধ্যে। ইতিমধ্যেই খানাকুলের বন্দর বাজার সহ বিস্তীর্ণ এলাকার জলমগ্ন হয়ে পড়েছে। মানুষদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছে প্রশাসন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flood Situation: ফুঁসছে রূপনারায়ণ,ভেঙেছে বাঁধ, জল ঢুকেছে গ্রামে ! বানভাসীর আতঙ্কে খানাকুলের গোটা গ্রাম 
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement