East Bardhaman News: সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনার বার্তা
- Published by:Sudip Paul
- hyperlocal
Last Updated:
বর্তমানে উৎসবের মেজাজের মেতে রয়েছে সকলেই। বর্ষবরণের এই সময়টা রাস্তাঘাটে বাইকের রেষারেষি লেগেই থাকে। তবে যাতে কোনও ভাবে দূর্ঘটনা না ঘটে তার জন্যই পূর্ব বর্ধমান পুলিশের পক্ষ থেকে এই সচেতনতার অভিযান চালানো হয়।
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার বুলচন্দ্রপুর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তার বিষয়টিকে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পদযাত্রা সহ-স্রিট কর্নারের আয়োজন করা হয়। বুলচন্দ্রপুর থেকে দিঘির কোণ পর্যন্ত পদযাত্রা করেন পুলিশ আধিকারিকরা। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে মানুষকে সচেতন করেন তাঁরা। দুর্ঘটনা থেকে সধারণ মানুষকে বাঁচাতে এই বিশেষ উদ্যোগ।
এদিন মাধবডিহি থানার পুলিশ আধিকারিকরা মাইকিং করে পথ নিরাপত্তার বিষয়গুলি তুলে ধরেন। মদ্যপান করে গাড়ি না চালানো, হেলমেট পরে গাড়ি চালানো সহ আরও একাধিক বিষয় নিয়ে মাইকিং করে পুলিশ। কর্মীরা সচেতন করে আরও বলেন, চারচাকা নিয়ে যারা বেরিয়েছেন তারা যেন সিট বেল্ট ব্যবহার করেন। এরকম একাধিক বিষয় তুলে ধরেন সাধারণ মানুষের সামনে।
advertisement
বর্তমানে উৎসবের মেজাজের মেতে রয়েছে সকলেই। বর্ষবরণের এই সময়টা রাস্তাঘাটে বাইকের রেষারেষি লেগেই থাকে। তবে যাতে কোনও ভাবে দূর্ঘটনা না ঘটে তার জন্যই পুলিশের পক্ষ থেকে এই সচেতনতার অভিযান চালানো হয়। প্রতিনিয়তই চালানো হচ্ছে এই সচেতনতার অভিযান। তাতে বাইক নিয়ে রেষারেষি করার প্রবণতা অনেকটাই কমেছে বলে মনে করছেন অনেকেই। কমেছে দুর্ঘটনার পরিমাণও। পথ নিরাপত্তা নিয়ে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার পথ চলতি মানুষজন।
advertisement
advertisement
Malobika Biswas
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2023 5:07 PM IST