Howrah News: হাওড়ায় রাস্তা সম্প্রসারণের চিন্তা বাড়ছে পরিবেশকর্মীদের!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
হাওড়া জেলা নন ফরেস্ট জুন হলেও, বহু গুরুত্বপূর্ণ প্রাণীর বসবাস, ধুলোগড়-ফটিকগাছি রোড সম্প্রসারণ, কাটা পড়বে কয়েকশো গাছ, এর জেরি উদ্বিগ্ন জেলার পরিবেশকর্মীরা জ
রাকেশ মাইতি, হাওড়া: বছরে কয়েকটা দিন বৃক্ষরোপণ, অনেকটা প্রকৃতির গোটা ক্ষতময় শরীরে সামান্য দু-এক ইঞ্চির প্রলেপ মাত্র! যত সময় গড়াচ্ছে আরও এর ভয়াবহতা বেড়েই চলেছে। নগর উন্নয়ন রাস্তা সম্প্রসারণে বৃক্ষ ছেদন ঘটনা আরও উদ্বেগ বাড়াচ্ছে। এই ভয়াবহতার মাঝে, আপ্রাণ চেষ্টা করেও বুক চাপড়াচ্ছে প্রকৃতিপ্রেমীরা। অনেকেই মনে করছেন, এভাবে চলতে থাকলে আর বেশি দূর নয় সেই ভয়াবহ দিন। প্রকৃতি পরিবেশ রক্ষায় একটি গাছ কাটলে একাধিক গাছ লাগানোর ফতোয়া জারি থাকলেও প্রায় সর্বত্রই চলছে বে-নিয়ম। যে পরিমাণ গাছ কাটা চলছে, সেই পরিমাণ গাছ লাগানো হচ্ছে না। গাছ লাগালেও পরবর্তী যত্নের অভাবে পর্যাপ্ত গাছ বেড়ে উঠছে না। আর এই সমস্যা দারুণ ভাবে হাওড়া জেলা জুড়ে। এরই মধ্যে নগর উন্নয়ন কলকারখানার বার-বাড়ন্তে প্রকৃতির দৈনদশা। নন ফরেস্ট জোন হাওড়া জেলা, তবু এখানে লুপ্তপ্রায় তপশিলি-১ শ্রেণীর অন্তর্ভুক্ত বহু গুরুত্বপূর্ণ বা লুপ্তপ্রায় বন্যপ্রাণীর বসবাস। জেলায় আরও একটি রাস্তা সম্প্রসারণের কারণে কাটা পড়বে শত শত গাছ তাতেই চিন্তা বাড়ছে মানুষের।
কারণে অকারণে গাছ কাটার ঘটনা তো রয়েছে। জেলাতে কলকারখানার বার বারন্ত, রাস্তা সম্প্রসারনে কাটা পড়ছে গাছ। এরই মধ্যে ধুলাগড়-ফটিকগাছি কয়েক কিলোমিটার রাস্তা সম্প্রসারণের উদ্যোগ আরও চিন্তায় ফেলছে পরিবেশকর্মীদের। কয়েক কিলোমিটার এই রাস্তার দুই পাশে থাকা অসংখ্য গাছ কাটা পড়বে। রাস্তার দুইপাশারী গাছ প্রায় নিশ্চিহ্ন হবে রাস্তা সম্প্রসারণে।
advertisement
advertisement
কয়েক বছর আগে আম্ফানে বড় বড় গাছ ভেঙে ও উপড়ে পড়ে ব্যাপক ক্ষতি। তারপর আবার ধাক্কা বড় ধাক্কা গাছে। হাওড়া শহর থেকে গ্রাম সর্বত্রসবুজ ধ্বংসের ঘটনা দারুন ভাবে চলছে। এর মধ্যে জলাভূমি ভরাট করে কলকারখানা তৈরি এবং গাছ কেটে রাস্তা সম্প্রসারণ হাওড়া জেলার প্রকৃতির জন্য ভয়ঙ্কর।
advertisement
পরিবেশ কর্মীরা বিষয় মনে করছেন আরও বেশি পরিকল্পনার প্রয়োজন রয়েছে। যেমন উন্নয়ন প্রয়োজন সেই সঙ্গে, প্রকৃতির রক্ষার দিক ভীষণভাবে গুরুত্ব দিতে হবে। হাওড়া জেলার নন ফরেস্ট জোন হলেও এখানের বসবাস করা বন্যপ্রাণীদের গুরুত্ব অনেক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 6:33 PM IST