Road Accident: প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় জখম ২ তৃণমূল কর্মী, হাসপাতালে ছুটে এলেন প্রার্থী
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Road Accident: আহত দুই তৃণমূল কর্মীকে দেখার জন্য দলীয় প্রার্থীর পাশাপাশি হাসপাতালে আসেন তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা। আহত কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন প্রার্থী বাপি হালদার
দক্ষিণ ২৪ পরগনা: সাগরে অভিষেক বন্দোপাধ্যায়ের নির্বাচনী সভার সমর্থনে ছিল প্রচার অভিযান। সেই প্রচারে অংশ নিয়ে ফেরার পথে অটো উল্টে আহত হলেন দুই তৃণমূল কর্মী। ফরিদ সাহা ও ফরিদা বিবি নামে ওই দুই তৃণমূল কর্মী গুরুতর যখন। স্থানীয়রা ও দলীয় সহকর্মীরা মিলে তাঁদের হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপী হালদার।
আহত দুই তৃণমূল কর্মীকে দেখার জন্য দলীয় প্রার্থীর পাশাপাশি হাসপাতালে আসেন তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা। ফলে সেখানে বেশ ভাল ভিড় জমে যায়। এদিকে আহত দুই দলীয় কর্মীর পাশে থাকার আশ্বাস দেন বাপী হালদার। দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বাপী হালদারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন আহতদের পরিজনরা।
advertisement
advertisement
উল্লেখ্য মঙ্গলবার পাথরপ্রতিমায় দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সেখানে দলীয় কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়তে পারে। সকাল থেকেই ওই সভায় হাজির থাকার জন্য রওনা দিয়েছেন বহু মানুষ।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2024 1:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় জখম ২ তৃণমূল কর্মী, হাসপাতালে ছুটে এলেন প্রার্থী