Road Accident: কালীপুজোর সকালে ভয়ানক দুর্ঘটনা! বাইক আরোহীর গলায় তার পেঁচিয়ে যেতেই বাস-লরির সংঘর্ষ, আহত একাধিক

Last Updated:

Road Accident: প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ বাইকটি তারের মধ্যে জড়িয়ে সামনের দিকে পড়ে যেতেই বাস চালক কিছু বুঝে ওঠার আগে সংঘর্ষ ঘটে যায়। গুরুতর জখম হন বাইক আরোহী যুবক।

পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বেসরকারি বাস
পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বেসরকারি বাস
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ ফরাক্কার বল্লালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর বিপজ্জনকভাবে তার ঝুলে রয়েছে। এবার বাইক চালিয়ে যাওয়ার পথে বাইক আরোহীর গলায় সেই তার পেঁচিয়ে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে রাস্তার মাঝখানে পড়ে গেলেন বাইক চালক। ঠিক তখনই পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বেসরকারি বাস ধাক্কা মারল লরিতে। সোমবার সকালে একের পর এক সংঘর্ষে বল্লালপুরে তীব্র বিশৃঙ্খলা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি ফরাক্কার দিক থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ বাইকটি তারের মধ্যে জড়িয়ে সামনের দিকে পড়ে যেতেই চালক কিছু বুঝে ওঠার আগে সংঘর্ষ ঘটে যায়। গুরুতর জখম হন বাইক আরোহী যুবক। বর্তমানে তিনি বল্লালপুর হাসপাতালে চিকিৎসাধীন। বাসেরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে সৌভাগ্যবশত বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বিশেষ পুজো থেকে হোমযজ্ঞ! কালীপুজোয় দয়াময়ী কালী মন্দিরে একাধিক আয়োজন, ‘জাগ্রতা’ দেবীর কাছে পুজো দিতে ভক্তদের ভিড়
এদিকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কের উপর এভাবে তার ঝুলে রয়েছে। অথচ সংশ্লিষ্ট প্রশাসনের কোনও নজর নেই। তাঁদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই ফারাক্কা সাব ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। কালীপুজোর সকালে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: কালীপুজোর সকালে ভয়ানক দুর্ঘটনা! বাইক আরোহীর গলায় তার পেঁচিয়ে যেতেই বাস-লরির সংঘর্ষ, আহত একাধিক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement