Road Accident: সাত সকালে ভয়ঙ্কর ঘটনা, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে সব শেষ!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Road Accident: বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙায় এই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় পাথর বোঝাই গাড়ির চালক গুরুতর আহত হন
মুর্শিদাবাদ: বৃহস্পতিবার সাত সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা বেলডাঙায়। ৩৪ নম্বর জাতীয় সড়কে পাথর বোঝাই গাড়ির সঙ্গে একটি কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল পাথর বোঝাই গাড়ির চালকের। মৃতের নাম আনসার আলি (৫২)। এই ঘটনায় আহত হয়েছেন কন্টেনারের চালকও।
আরও পড়ুন: আর জি কর কাণ্ডের জের! স্কুলেই আত্মরক্ষার শিক্ষা দিচ্ছেন শিক্ষকরা
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙায় এই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় পাথর বোঝাই গাড়ির চালক গুরুতর আহত হন। বেলডাঙা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকলকে আহতদের উদ্ধার করে বেলডাঙা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে উপস্থিত চিকিৎসকরা পাথর বোঝাই গাড়ির চালক আনসার আলিকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
মৃত চালকের বাড়ি শক্তিপুর থানার মিলকি ঘুল্লা এলাকায়। জানা গিয়েছে, পাথর বোঝাই গাড়িটি বহরমপুর থেকে রেজিনগরের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসছিল কন্টেনারটি। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই গাড়ি ও কন্টেনার গাড়ির সংঘর্ষ হয় বেলডাঙার সরুলিয়া এলাকায়। দুর্ঘটনার পরে পাথর বোঝাই গাড়ির চালক বেঁচে থাকলেও পরে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, কন্টেনারের চালকের পা কেটে যায়। দু’কিলোমিটার মধ্যে ক্রেনের ব্যবস্থা থাকলেও অনেক দেরিতে সেটি আসায় পাথর বোঝাই গাড়ির চালককে বাঁচানো যায়নি বলে স্থানীয়দের দাবি।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2024 12:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: সাত সকালে ভয়ঙ্কর ঘটনা, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে সব শেষ!