Road Accident: গাড়ি চালাতে চালাতে ঘুমে চোখ লেগে গিয়েছিল, তারপরই চিরনিদ্রায় চালক!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Road Accident: চলন্ত অবস্থায় ঘুমে চোখ লেগে যাওয়ার কারণে রাস্তার বিপরীত দিকে চলে আসে চলন্ত লরিটি। সঙ্গে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে
হুগলি: লরি চালাতে চালাতে চোখ লেগে গিয়েছিল ঘুমে। আর তাতেই চিরও নিদ্রার দুনিয়ায় পাড়ি দিতে হল গাড়ি চালককে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে আরামবাগের হরিণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায়।
চলন্ত অবস্থায় ঘুমে চোখ লেগে যাওয়ার কারণে রাস্তার বিপরীত দিকে চলে আসে চলন্ত লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই লরিটির। দুর্ঘনাস্থলেই মৃত্যু হয় লরি চালকে শেখ মইদুল ইসলামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হাইওয়ের রাস্তার উপরে কলকাতার দিক থেকে আসছিল ওই লরিটি। রাস্তায় চলতে চলতে হঠাৎই বাঁ দিক ছেড়ে রাস্তার ডানদিকে চলে আসে। তখনই বিপরীত দিক থেকে আসা অন্য আরেকটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে গাড়িটি। তড়িঘড়ি স্থানীয়রা পুলিশের সহযোগিতায় গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
চালকের পরিবার সূত্রে জানা গিয়েছে, মাধবদিহি থানার নন্দনপুর এলাকায় বাড়ি। গতকাল লড়িতে খড়বোঝাই করে কলকাতায় গিয়েছিলেন। কাজ মিটিয়ে বাড়ি ফিরছিলেন। পরিবারের দাবি, ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলেন। আর তাতেই ঘটে গেল এমন মর্মান্তিক ঘটনা।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2024 4:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: গাড়ি চালাতে চালাতে ঘুমে চোখ লেগে গিয়েছিল, তারপরই চিরনিদ্রায় চালক!