South 24 Parganas News: দুর্যোগের প্রকোপ কমতেই জোরকদমে বাঁধ সংস্কারের কাজ শুরু উপকূলে
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
দুর্যোগের প্রকোপ কমতেই জেলা জুড়ে শুরু হল জোরকদমে বাঁধ সংস্কারের কাজ। বিভিন্ন বাঁধ পরিদর্শন শুরু করেছেন জনপ্রতিনিধি থেকে প্রাশাসনিক আধিকারিকগণ।
দক্ষিণ ২৪ পরগনা: দুর্যোগের প্রকোপ কমতেই জেলা জুড়ে শুরু হল জোরকদমে বাঁধ সংস্কারের কাজ। ইতিমধ্যে বিভিন্ন বাঁধগুলি পরিদর্শন শুরু করেছেন জনপ্রতিনিধি থেকে প্রাশাসনিক আধিকারিকগণ। স্থানীয় মানুষজনের তারা আশ্বস্ত করছেন বাঁধ নিয়ে। জেলা জুড়ে এই জোর প্রস্তুতি শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষজন।
আগেও তাঁরা আয়লা, ইয়াসের মত ঝড় দেখেছেন। সেখান থেকে বাঁধ ভাঙার আতঙ্ক তাদের তাড়া করে বেড়ায়। সেই থেকে তাদের দাবি কংক্রিটের নদী বাঁধ করার। কিন্তু কংক্রিটের নদীবাঁধ আর হয় না। এদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপী হালদার জানিয়েছেন, তাঁর লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা নদীমাতৃক। একাধিকবার বিষয়টি সংসদে উত্থাপন করেছেন। কিন্তু কোনও কাজ হচ্ছেনা।
advertisement
advertisement
এই বিস্তীর্ণ এলাকাকে বাঁচাতে হলে কংক্রিটের নদীবাঁধ দিতেই হবে। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে। তবে জোরকদমে এই বাঁধ পরিদর্শন আশার আলো জোগাচ্ছে স্থানীয়দের মধ্যে। প্রাক বর্ষার সময় থেকে এই কাজ শুরু হলে এবছর বর্ষায় আর ক্ষতি তেমন নাও হতে পারে বলে মনে করছেন সকলেই। ইতিমধ্যে দুর্বল বাঁধগুলি সংস্কারের কাজ শুরু করেছে সেচদফতর। ফলে খুশি সকলেই।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 4:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: দুর্যোগের প্রকোপ কমতেই জোরকদমে বাঁধ সংস্কারের কাজ শুরু উপকূলে