South 24 Parganas News: দুর্যোগের প্রকোপ কমতেই জোরকদমে বাঁধ সংস্কারের কাজ শুরু উপকূলে

Last Updated:

দুর্যোগের প্রকোপ কমতেই জেলা জুড়ে শুরু হল জোরকদমে বাঁধ সংস্কারের কাজ। বিভিন্ন বাঁধ পরিদর্শন শুরু করেছেন জনপ্রতিনিধি থেকে প্রাশাসনিক আধিকারিকগণ।

+
নদীবাঁধ

নদীবাঁধ পরিদর্শনে সাংসদ<br>

দক্ষিণ ২৪ পরগনা: দুর্যোগের প্রকোপ কমতেই জেলা জুড়ে শুরু হল জোরকদমে বাঁধ সংস্কারের কাজ। ইতিমধ্যে বিভিন্ন বাঁধগুলি পরিদর্শন শুরু করেছেন জনপ্রতিনিধি থেকে প্রাশাসনিক আধিকারিকগণ। স্থানীয় মানুষজনের তারা আশ্বস্ত করছেন বাঁধ নিয়ে। জেলা জুড়ে এই জোর প্রস্তুতি শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষজন।
আগেও তাঁরা আয়লা, ইয়াসের মত ঝড় দেখেছেন। সেখান থেকে বাঁধ ভাঙার আতঙ্ক তাদের তাড়া করে বেড়ায়। সেই থেকে তাদের দাবি কংক্রিটের নদী বাঁধ করার। কিন্তু কংক্রিটের নদীবাঁধ আর হয় না। এদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপী হালদার জানিয়েছেন, তাঁর লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা নদীমাতৃক। একাধিকবার বিষয়টি সংসদে উত্থাপন করেছেন। কিন্তু কোনও কাজ হচ্ছেনা।
advertisement
advertisement
এই বিস্তীর্ণ এলাকাকে বাঁচাতে হলে কংক্রিটের নদীবাঁধ দিতেই হবে। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে। তবে জোরকদমে এই বাঁধ পরিদর্শন আশার আলো জোগাচ্ছে স্থানীয়দের মধ্যে। প্রাক বর্ষার সময় থেকে এই কাজ শুরু হলে এবছর বর্ষায় আর ক্ষতি তেমন নাও হতে পারে বলে মনে করছেন সকলেই। ইতিমধ্যে দুর্বল বাঁধগুলি সংস্কারের কাজ শুরু করেছে সেচদফতর। ফলে খুশি সকলেই।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: দুর্যোগের প্রকোপ কমতেই জোরকদমে বাঁধ সংস্কারের কাজ শুরু উপকূলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement