RG Kar Protest: আরজি করের নৃশংসতার বিরুদ্ধে আগুন হাতে মহিলারা! দেখুন ভিডিও

Last Updated:

RG Kar Protest: রবিবার রাতে বৃষ্টিকে উপেক্ষা করে আরজি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে প্রতিটি নারী মিছিলে পা মেলান। এছাড়াও তারাপীঠ সাগর মোড় থেকে একটি মিছিলের আয়োজন করা হয়

+
মশাল

মশাল মিছিল 

বীরভূম: গত ১৪ অগস্ট নারীদের উদ্যোগে ‘রাত্রি দখল’ কর্মসূচির মধ্য দিয়ে যেন দাবানলের জ্বালামুখ খুলে গিয়েছে। তারপর থেকে বাংলার প্রতিটি জেলাতেই আরজি কর কাণ্ডের ন্যায়বিচার চেয়ে একের পর এক প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। সেই প্রতিবাদের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিতে এবার মশাল নিয়ে সামিল হলেন বীরভূমের তারাপীঠ এবং রামপুরহাট সংলগ্ন এলাকার বাসিন্দারা।
রবিবার রাতে বৃষ্টিকে উপেক্ষা করে আরজি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে প্রতিটি নারী মিছিলে পা মেলান। এছাড়াও তারাপীঠ সাগর মোড় থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। শহর ছাড়িয়ে গ্রামগঞ্জের মহিলারাও এই মিছিলে যোগদান করেন। মিছিলে অংশগ্রহণ করা হাজার হাজার সাধারণ মানুষের একটাই স্লোগান, ‘মেয়েরা রাতের দখল নাও’। আর এই প্রতিবাদে একই স্লোগান দিয়ে এদিন পথে নামেন রাজগ্রাম ও নলহাটি এলাকার অনেকেই।
advertisement
advertisement
আবার সেদিন বিকেলেই ‘মেয়েরা রাতের দখল নাও’ এই কর্মসূচিতে রামপুরহাট শহরের পাঁচমাথা মোড়ে একত্রিত হন শহরের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের পড়ুয়ারা। প্রায় কয়েকশো পড়ুয়া এই মিছিলে অংশগ্রহণ করেন এবং একত্রিত হয়ে জনসমক্ষে পথসভা করেন, বক্তব্য রাখেন আন্দোলনকারীরা। আন্দোলনে অংশগ্রহণকারী পর্ণলতা হাজরা, প্রিয়াঙ্কা কুন্ডু, শ্রেয়সী মুখার্জি এবং শ্রেয়া দে জানান আরজি করের ঘটনার পরে তাঁরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে নিরাপত্তার অভাববোধ করছেন। তাই এই পরিস্থিতিতে তাঁরা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Protest: আরজি করের নৃশংসতার বিরুদ্ধে আগুন হাতে মহিলারা! দেখুন ভিডিও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement